বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

Student kills principal in school for scolding him publicly

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ সময় দেখুন



Last Updated:

Student Shoots Principal: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছাত্রটি প্রিন্সিপালের উপর ক্ষুব্ধ ছিল। শুধু এই দিনের জন্য নয়, এর আগেও বিভিন্নবার প্রিন্সিপাল তাকে শাসন করেছিলেন। তাই প্রিন্সপাল কার্যত তার কাছে দুই চোখের বিষ হয়ে উঠেছিলেন।

সবার সামনে বকা দিয়েছিলেন, প্রিন্সিপালকে গুলি করে মারল ছাত্র!

ছত্রেশ্বর: মধ্যপ্রদেশের ছত্রেশ্বর জেলার একটি স্কুলে শুক্রবার দুপুরে ক্লাস ১২-এর এক ছাত্র তার স্কুলের প্রিন্সিপালকে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, সবার সামনে গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রটি প্রিন্সিপালকে গুলি করে হত্যা করেছে।

আরও পড়ুন: চোখ লেগে গিয়েছিল ড্রাইভারের, ট্যাঙ্কারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে খাদে পড়ে গেল বাস! মৃত ৮ আহত একাধিক

পুলিশের কর্মকর্তা পুশপেন্দ্র যাদব জানিয়েছেন, ১৭ বছর বয়সী ওই ছাত্র ঘটনাটি ঘটানোর পর প্রিন্সিপালের স্কুটি নিয়ে পালিয়ে যায়। তবে কিছু ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে উত্তরপ্রদেশের সীমান্তের কাছে শনাক্ত করা হয়েছিল। অভিযুক্ত ছাত্রটি স্কুলে তার অশিক্ষিত আচরণের জন্য পরিচিত ছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, জানান পুলিশ।

শহরের পুলিশ সুপার আমন মিশ্রা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাত্রটি প্রিন্সিপালের উপর ক্ষুব্ধ ছিল। শুধু আজকের জন্য নয়, এর আগেও বিভিন্নবার প্রিন্সিপাল তাকে শাসন করেছিলেন। তাই প্রিন্সপাল কার্যত তার কাছে দুই চোখের বিষ হয়ে উঠেছিলেন। প্রিন্সিপাল এস কে শেঠ (৫৫) এর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে, পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: দশম শ্রেণি পাস করেই ডাক্তার! জাল মেডিকেল ডিগ্রি র‌্যাকেট ফাঁস পুলিশের, গ্রেপ্তার ১০ ভুয়ো ডাক্তার

বিদ্যালয়ের শিক্ষক হরিশঙ্কর যোশি সাংবাদিকদের জানান, প্রিন্সিপাল শেঠ ছিলেন অত্যন্ত ভালো মানুষ। তিনি আরও জানিয়েছেন যে, অভিযুক্ত ছাত্রটি ছিল একজন ‘নটরাজ’ ছাত্র, যিনি তার ইচ্ছে মতো স্কুলে আসতেন। সে না কি কারও কথাও শুনত না। গুরুজনদের সম্মানও দিত না।

বাংলা খবর/ খবর/দেশ/

Student Shoots Principal: সবার সামনে বকা দিয়েছিলেন, প্রিন্সিপালকে গুলি করে মারল ছাত্র!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর