জাতীয় কবিতা পরিষদের আয়োজনে কবিতায় মুখর জামালপুর
সাকিব আল হাসান নাহিদ
জামালপুর।
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় কবিতা পরিষদ, কবিতা উৎসব।
শনিবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা চার পর্বে চলে দিনব্যাপী এ উৎসব।
এতে জামালপুর ও শেরপুর জেলার কবি ও বাচিকশিল্পীরা অংশগ্রহণ করেন।
প্রথম পর্বে প্রয়াত কবি শ্বেতা শতাব্দী এষের স্মরণে শোকজ্ঞাপন ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হয়। কবি তারিকুল ফেরদৌস এ পর্বে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন। পরে কবিতা পরিষদ জামালপুরের সাধারণ সম্পাদক কবি ডা. তারিক মেহেরের সঞ্চালনায় এবং সভাপতি কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে শুরু হয় কবিতালাপ পর্ব।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিদের কবিতা পাঠ।
এতে সভাপতিত্ব করেন কবি মাহবুব বারী এবং সঞ্চালনা করেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু। এ পর্বে কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি মাহবুব বারী, কবি রজব বকশী, কবি শেখ ফজল, কবি শাহ্ খায়রুল বাশার, কবি আব্দুল হাই আলহাদী, কবি মনোয়ার হুসেন মুরাদ, কবি রুবেল প্রাকৃতজন, কবি সরকার আব্দুল্লাহ আল মামুন, কবি জাহাঙ্গীর সেলিম, কবি হোসনে আরা শাপলা, কবি আ. আজিজ জামালী, কবি রকিব লিটন, কবি নান্নু পারভেজ, কবি ভোলা দেবনাথ, কবি রাজন্য রুহানি, কবি ফারজানা ইসলাম, কবি মিনহাজ উদ্দিন শপথ, কবি হৃদয় লোহানী, কবি এরশাদ জাহানসহ অর্ধশতাধিক কবি কবিতা পাঠ করেন।
শেষ পর্বে অনুষ্ঠিত হয় বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তি। কবি আলী জহিরের সভাপতিত্বে এ পর্বে অংশ নেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু, হৃদয় লোহানী, এমআরআই রাসেল, আহমেদ আল কাদরী লিটন, মানসী গোস্বামী, শারমিন সারা, অনন্যা সাহা প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে কবি ও শিল্পীদের উপস্থিতি কবিতা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।