1/ 2
প্রযুক্তির উন্নতি নিয়ে নতুন করে কিছু বলার আর দরকার নেই। উন্নত প্রযুক্তি এখনও পর্যন্ত রোবেট বানিয়েছে। তবে রোবট আর মানুষকে মিলিয়ে আজ পর্যন্ত রোবোম্যান বানাতে পারেনি। এবার সেটাও করে দেখালেন এক বিজ্ঞানী। নিজেকে নিয়ে অসাধারণ পরীক্ষা করলেন তিনি। হয়ে গেলেন রোবোম্যান। অর্থাত্, অর্ধেক মানুষ আর অর্ধেক রোবট।
2/ 2
২০১৭ থেকে তিনি বিরল রোগের শিকার হন। এর পর ২০১৯ সাল থেকে নিজেকে রোবটে বদলে ফেলার কাজ শুরু করেন। এখন তিনি অর্ধেক মানুষ, অর্ধেক রোবট। একটা সময় তাঁর প্রাণসংশয় হয়েছিল। সেই তিনিই এখন সব কাজ করছেন দিব্যি।