Advertise here
সোমবার , ২৪ মে ২০২১ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত
Advertise here

দেশীয় পণ্য নিয়ে সফল ফাইজাহ্

প্রতিবেদক
bdnewstimes
মে ২৪, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ


বর্তমানে প্রতিনিয়তই অনেকে নিজের দেশীয় পণ্য নিয়ে কাজ করার জন্য নানান রকম পদক্ষেপ চালিয়ে যাচ্ছেআর এমনই একজন উদ্যোক্তা হলেন ফাইজাহ্ ওমর তূর্ণা, যার জন্ম বাংলাদেশের নেত্রকোণা জেলায়তিনি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংলিশ ও লিটারেচার বিভাগের একজন ছাত্রীআর তার দেশীয় পণ্য নিয়ে উদ্যোগের নাম হলো আরঁশিলতা , যা মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ব্যবসায়িক উদ্যোগবর্তমানে  ফাইজাহ্, শাহীনুর রহমান শিমুল ও আরিফ আহমেদ তিনজন মিলে এই উদ্যোগটি নিয়ে কাজ করছেন 

 

 

ফাইজাহ্ শুরুটা করেছিলেন হঠাৎ করেই একদম একা হাতে।  ২০১৮ সালেউইনেম   এন্টারপ্রেনারশিপ নামে একটা ৩ দিন ব্যাপী ট্রেনিং এ যুক্ত হন, ইউএন উইমেন এর একটি প্রজেক্ট যা শুধু জাককানইবি আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হয়। ৩ দিনের ট্রেনিং শেষে তিনি এক নতুন অভিজ্ঞতা অর্জন করেনতিনি জানতে পারেন কীভাবে নিজেকে আত্মনির্ভর করা যায় সামাজিক উদ্যোক্তা হওয়ার মাধ্যমেশুরুতে ওই ট্রেনিং তার জন্য লাইফের একটা লার্নিং পার্ট ছিলো।  ছোটবেলা থেকে ড্রয়িং এর প্রতি আগ্রহ ছিল পাশাপাশি ক্যাম্পাসে ডিপার্টমেন্টে ক্রাফ্ট এর কাজ, স্টেজ বানানোর কাজ করে বিভিন্ন অনুষ্ঠানেআর তখনই সে ভাবলো কিছু করা যাক নিজের মতো করেআর ওই মুহূর্তে কাঠের গহনা টা খুব চলমান ছিল।  যেই ভাবনা সেই কাজ নিয়ে  নিজের জমানো মাত্র দুই হাজার টাকায় গহনা বানানোর কাঁচামাল কিনে নিজেই উদ্যোগ নিয়েছিল।  একটা পেইজ (আঁরশিলতা/Arshilota) ও খুলে নিলেন ১০ এপ্রিল ২০১৯, এটাই ছিল তার প্রথম পদক্ষেপহলের আপুদের থেকে এবং ডিপার্টমেন্ট থেকে অনেক সারা পেয়েছিলেনযার মাধ্যমে তার এগিয়ে যাওয়ার উৎসাহ আরও বেড়ে যায় 

দেশীয় পণ্য নিয়ে সফল ফাইজাহ্

দেশীয় পণ্য নিয়ে সফল ফাইজাহ্

আরঁশিলতার মূল লক্ষ্য হলো “An Oasis of Pleasure “ অর্থাৎ আমরা গ্রাহকের সন্তুষ্টি এবং বিশ্বাসে বিশ্বাসীতাদের মূল লক্ষ্য হলো দেশীয় পণ্যগুলি প্রদর্শন করা এবং স্থানীয় শিল্পীদের সহায়তা করা ।  স্থানীয় দেশীয় শিল্প, স্থানীয় দেশীয় পোশাক খাদি পাঞ্জাবি ,বাটিক শাড়ি থ্রি-পিস,মণিপুরি শাড়ি,থ্রি-পিস,ওড়না  টাংগাইলের শাড়ি , সিলেটের  চা, হস্তশিল্প, গহনা-কাঠের ও এন্টিকের, ড্রাইফ্রুটস , কাজু বাদাম, কাঠ বাদাম , সুন্দরবনের মধু ইত্যাদি নিয়ে কাজ করছে তারাআরঁশিলতা স্থানীয় দেশীয় শিল্পকে তুলে ধরার প্রচেষ্টা করছেআর তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের পণ্যগুলো সরবরাহ করছেপুরো বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার পরিসেবা বা এস.এ পরিবহন এর মাধ্যমে পণ্যগুলো সরবরাহ করছে।  

 

 

ফাইজাহ্ ও শাহীনুর রহমান  দুইজন ই এক ই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী পরবর্তীতে ফাইজার ডিপার্টমেন্টের সিনিয়র তার কাজের প্রতি আগ্রহ দেখে এ উদ্যোগের সাথে যুক্ত হনবর্তমানে সে এমন দুই জন সহযোদ্ধা পেয়েছে যার মাধ্যমে আঁরশিলতার নাম এখন দেশ ব্যাপীশাহীনুর রহমান বর্তমানে আঁরশিলতার ম্যানেজমেন্ট এর কাজগুলো করছেন ময়মনসিংহে এবং ডিজিটাল কাজগুলো সব আরিফ আহমেদ দেখছেনআসলে কোনো কিছুই ভালো টিম ছাড়া সম্ভব নাবর্তমানে এই লকডাউনের মধ্যেও তারা সেবা দিয়ে যাচ্ছেতারা মূলত গত লকডাউন থেকেই মাঠে নামে আরও ভালো ভাবেএখন পর্যন্ত আনুমানিক ৫ লাখ টাকার পণ্য বিক্রি করেছেনউদ্যোক্তা হওয়া  যেমন সহজ তেমন কঠিনপ্রোডাক্ট সোর্সিং,প্রডাক্ট এনে প্রসেসিং করা, ফটোগ্রাফি, পেইজে সুন্দর ভাবে উপস্থাপন, ক্রেতার সাথে প্রোডাক্ট পাঠানো পর্যন্ত ক্রেতার পছন্দ হলো কিনা সবই বিজনেসের একটি অংশ , যা একটি আর একটির সাথে জড়িতএছাড়াও ডিজিটাল প্রচার তো রয়েছেইএখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে দুটো মেলায় অংশগ্রহণ করেছেন তারা তাদের পণ্য নিয়ে।  

 

 

নতুনদের উদ্দেশ্যে ফাইজাহ্ বলেন, আমরা স্বপ্ন দেখি একদিন বড় উদ্যোক্তা হবারকথাটি আমাদের কাছে অনেক বড় মনে হলেও অত সহজ নয়আমার কাছে এখন মনে হয় মানুষ যত হোচট খাবে তত শিখতে পারবেতখন উদ্যোক্তা কথার মানেও বুঝবেতাই চেষ্টা করা উচিত কিছু করার,কিছু শিখারনিজের জন্য নয় অন্য ১০ জন যেন আমাদের দ্বারা উপকৃত হয় এমনভাবেই কাজ করা উচিতআমি বিশ্বাস করি কেউ যদি তার চিন্তা ধারায় যখন পজিটিভ থাকে তখন খুব কঠিন কাজটাও সহজ হয়ে যায়নিজেকে তৈরি করতে হলে নিজের চিন্তা ভাবনার স্তর ও বাড়াতে হবেআমার মতে ভাগ্যকে নিজের হাতে তৈরি করে নিতে হবে তাহলেই সফলতা আসবেএই সময়ে যারা পরিশ্রম করবে তারাই আসলতাই সবারই নিজের মতো চেষ্টা করা উচিত পরনির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য“। 

 

 

রাজিয়া রহমান 

কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট 

ইন্টার্ন 

ওয়াইএসএসই 

 



Source link

বিডিনিউজে সর্বশেষ

আর মাত্র কয়েক ঘণ্টা, কাটাতে পারলেই ২৩ মার্চ কপাল খুলবে এই ৫ রাশির! টাকায় ভাসবে সবাই…
আর মাত্র কয়েক ঘণ্টা, কাটাতে পারলেই ২৩ মার্চ কপাল খুলবে এই ৫ রাশির! টাকায় ভাসবে সবাই…
ভাতের বদলে জাস্ট ১ মুঠো! খেলেই হু হু করে কমবে ওজন! চম্পট দেবে বদহজম,কোষ্ঠকাঠিন্য
ভাতের বদলে জাস্ট ১ মুঠো! খেলেই হু হু করে কমবে ওজন! চম্পট দেবে বদহজম,কোষ্ঠকাঠিন্য
Nadia News: ফাল্গুনী পূর্ণিমার সপ্তাহখানেক পরও আবিরখেলা,শান্তিপুরে ৬৫০ বছর ধরে পালিত অদ্বৈত আচার্যের সপ্তমদোল উৎসবshantipur in nadia observes 650 years old traditional saptam dol festival
Nadia News: ফাল্গুনী পূর্ণিমার সপ্তাহখানেক পরও আবিরখেলা,শান্তিপুরে ৬৫০ বছর ধরে পালিত অদ্বৈত আচার্যের সপ্তমদোল উৎসবshantipur in nadia observes 650 years old traditional saptam dol festival
‘Grateful’: Rhea Chakraborty’s Lawyer After CBI Files Closure Report In Sushant Singh Rajput Death Case
‘Grateful’: Rhea Chakraborty’s Lawyer After CBI Files Closure Report In Sushant Singh Rajput Death Case

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Advertise here