1/ 4
মধ্যবিত্তের চার চকার স্বপ্নপূরণ করা মরুতি অল্টো আমূল বদলে যাচ্ছে। শিগগির অল্টো নেক্সট জেনারেশন রিলিজ হতে পারে।
2/ 4
২০২২-এর শুরুতেই বাজারে আসতে পারে অল্টো নেক্সট জেনারেশন। একইসঙ্গে মারুতি সেলেরিও নেক্সট জেনারেশন-ও আসতে পারে বাজারে।
3/ 4
টেস্টিং-এর সময় অল্টো নেক্সট জেনারেশন কয়েকবার স্পট করা গিয়েছে। লুকস তো বদলেছেই, সেইসঙ্গে জুড়েছে অনেক ফিচার্স।
4/ 4
নেক্সট জেনারেশন অলটোতে রিভার্স পার্কিং সেন্সর, ড্রাইভার অ্যান্ড কো ড্রাইভার সিট বেল্ট রিমাইন্ডার, সপিড অ্যালার্ট সিস্টেম, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, হোল এয়ারব্যাগ, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিসট্রিবিউশন থকতে পারে।