বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিএনপি-জামাত সন্ত্রাসী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: নাছিম

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ২৩, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতির সুযোগ দেব না। সন্ত্রাসীদের হাতে আমরা আর জিম্মি হয়ে থাকতে চাই না। জঙ্গিবাদ ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস হতে দেব না। বিএনপি-জামাত হলো সন্ত্রাসী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধানকে পদদলিত করেছে।’

বুধবার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মিরপুর-১৪ নম্বরের জামিউল মাদরাসা ঈদগাহ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তিনি এতিমদের টাকা মেরে খেয়েছেন। এই খালেদা জিয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য তার লোক দিয়ে ১৯ বার হামলা করিয়েছেন। খালেদা জিয়া ও তার কু-পুত্র তারেক রহমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালে গ্রেনেড হামলা করিয়েছিল। বিএনপি জামাতের প্রশ্রয়ে তখন সারাদেশ জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘাতকদের নেতা ছিলেন খুনি জিয়াউর রহমান। জিয়ার সঙ্গে যখন ডালিম, ফারুকরা দেখা করতে যান, তখন তিনি (জিয়া) বলেন তোমরা এগিয়ে যাও। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যখন এ খবর জিয়ার কাছে পৌঁছায় তখন তিনি বলেন সো হোয়াট! এই দুটি শব্দের মাধ্যমেই পরিষ্কারভাবে বুঝা যায় জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী হলো খুনি জিয়া-মোস্তাক গংরা।’

নাছিম বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর খুনি জিয়া এদেশে সামরিক আইন জারি করেছিলেন। তখন তিনি দেশে কারফিউজ জারি করে রেখেছিলেন। জিয়া গণতন্ত্রের নামে দেশে ভুয়া নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে চরম জালিয়াতি করে ভুয়া ভোটে বিজয়ী হন। পার্লামেন্টে জাতির পিতার হত্যাকারীদের রক্ষা করার জন্য তিনি ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন এবং এটিকে আইনে পরিণত করেন। জাতির পিতার হত্যাকারীদের তিনি বিদেশে পাঠিয়ে পুরস্কৃত করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘শোকের মাসে দাঁড়িয়ে শুধু শোক প্রকাশ করে বেঁচে থাকতে চাই না। আমরা শোককে শক্তিতে পরিণত করতে চাই। এই শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে চলছে, তখন একটি গোষ্ঠী এই উন্নয়ন ও অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে চায়। তারা দেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। ধর্মকে ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ফায়দা লুটতে চায়। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা শোককে শক্তিতে পরিণত করে এদের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুলসহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস





Source link

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
wm Home Minister 22 March 2022

‘তলাবিহীন ঝুড়ি থেকে সম্ভাবনার দেশ গড়েছেন শেখ হাসিনা’

sonam anand rrr

Sonam Kapoor-Anand Ahuja Blessed With a Baby Boy; Ram Charan and Jr NTR’s RRR For Oscars?

holted 10

ওটিসি ফেরত তিন কোম্পানি হল্টেড – Corporate Sangbad

lavelo 1

তাওফিকা ফুডসের মুনাফা বেড়েছে

image 4950 1627653234

ডেঙ্গু বিরোধী অভিযানে জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মসজিদে-মসজিদে মাইকিং

New Project 13 14

বিয়ের ভোজে পরিবেশন করা হল শুধু জল কারণ জানলে হাঁ হয়ে যাবেন, আপনার চোখ কপালে উঠবেইviral wedding where only water was served as food to invited guests – News18 Bangla

arrest 2 20230525164840

টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে ‌‌‘প্রতারণা’র ব্যবসা

hair fall

অকালেই টাক পড়ছে? একরাশ ঘন, কালো চুল পেতে মানুন এই সহজ নিয়ম

block market

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল লেনদেন – Corporate Sangbad

IMG 20230603 WA0003

নাগরপুরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রাকিবের পথসভা অনুষ্ঠিত