নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি সোনালী পেপারের পরিচালনা পর্ষদ নতুন উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন মেশিন স্থাপন করবে। এ জন্য চাইনিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে মেশিন আমদানি করবে এ কোম্পানি। নতুন মেশিনে দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে কোম্পানিটি।
নতুন মেশিনের সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে এটা বাজারে কোম্পানির রাজস্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।