মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :

[১] ভারত ও ব্রাসেলসে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পুরস্কারের ৪৮তম বার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৮৩ সময় দেখুন
[১] ভারত ও ব্রাসেলসে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পুরস্কারের ৪৮তম বার্ষিকী উদযাপন


[১] ভারত ও ব্রাসেলসে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পুরস্কারের ৪৮তম বার্ষিকী উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক: [২] ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কারের ৪৮তম বার্ষিকী পালন করা হয়েছে।

[৩] রোববার এ উপলক্ষে মিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে মিশনের কর্মকর্তা কর্মচারীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মিশন চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

[৪] আলোচনায় হাইকমিশনার বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখে বিশ্বনন্দিত নেতায় আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু। যে কারণে সারা বিশ্ব আজ তাকে গর্বের সঙ্গে স্মরণ করছে। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।

[৫] ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এ উপলক্ষে ভার্চুয়ালী আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ‘বিশ্ব শান্তির দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরষ্কার প্রাপ্তি’ শীর্ষক দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

[৬] রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ বঙ্গবন্ধুকে বিশ্ব শান্তির দূত হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সব সময় বাঙালি জাতিকে সঙ্গে নিয়ে অহিংস পথে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন পরিচালনা করেছেন।

[৮] ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ক রেজ্যুলেশন প্রবর্তনের মাধ্যমে প্রতিটি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রতি বছর শান্তির বার্তা ছড়িয়ে দেয়, যা বঙ্গবন্ধুর শান্তির দর্শনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

[৯] সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর