1/ 5
ভারতবর্ষ এখন অনেকটাই ডিজিটাল হয়েছে। বর্তমানে বিভিন্ন শহর ও গ্রামের প্রায় মানুষ এবং রিটেল ব্যবসায়ী ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছে। মোবাইল রিচার্জ, ইলেক্ট্রিক বিল, টিকিট কাটা থেকে শুরু করে কেনা কাটা ও টাকা ট্রান্সফার করার জন্য অনেকেই ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে থাকেন। করোনা ভাইরাসের কালে আরও বেশি করে অনলাইন ট্রানজাকশন করতে শুরু করেছেন সাধারণ মানুষ। আর ডিজিটাল পেমেন্ট অ্যাপের মধ্যে অন্যতম জনপ্রিয় ই-পেমেন্ট অ্যাপ গুগল পে।
2/ 5
এরই মধ্যে ফেস একটি নতুন ফিচার আনতে চলেছে গুগল পে। গুগল জানিয়েছে নতুন একটি ফিচার আসতে চলেছে জি পে-তে, যার নাম ‘Personalisation within Google Pay’। এর সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের গুগল পে সংক্রান্ত ডেটার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।
3/ 5
একটি ব্লগ পোস্টে গুগলে জানিয়েছে যে, ‘আগামী সপ্তাহ থেকে গুগল পে অ্যাপ সেটিংসে এই ফিচারটি পৌঁছে যাবে, যার সাহায্যে গ্রাহকরা ঠিক করতে পারবেন যে, তাঁরা গুগল পে অ্যাক্টিভিটি কীভাবে অ্যাপের মধ্যেই পার্সোনালাইজ করতে পারবেন।’
4/ 5
নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা গুগল পে অ্যাপে ব্যবহারকারীরা যেমন প্রতিটি ট্রানজাকশনের খুঁটিনাটি এবং অ্যাক্টিভিটি রেকর্ড দেখতে পাবেন, তেমনই সেইগুলিকে ডিলিটও করতে পারবেন। সেই সঙ্গে নিজেদের প্রেফারেন্স বা পছন্দ পরিবর্তন করতে পারবেন। নিজেদের অ্যাক্টিভেশন অনুযায়ী অফার এবং রিওয়ার্ড পাওয়ার সুযোগ পাবেন।
5/ 5
অ্যানড্রয়েড এবং আইওএস দুই ভার্সানের ক্ষেত্রেই চালু হবে গুগল পে- র এই ফিচার। গুগল পে- এর ভাইস প্রেসিডেন্ট অম্বরীশ কেনঘে জানিয়েছেন, ফিচারের ক্ষেত্রে যাই বদল বা আপডেট আসুক না কেন, ইউজারদের অনুমতি ছাড়া কখনও তাঁদের ব্যক্তিগত ডিটেলস দেখানো হবে না। মূলত একজন ইউজার যাতে তাঁর ট্রানজাকশন সংক্রান্ত যাবতীয় ডেটার দিকে নজর রাখতে পারেন সেই জন্যই চালু হবে এই প্রাইভেসি ফিচার।