1/ 7
অনলাইনে গেম খেলা বা অনলাইন মাধ্যম বেশি ব্যবহারের ফলে অনলাইনেই তথ্য হাতানোর চেষ্টা করছে প্রতারকরা। এই মাধ্যমে টাকা লেনদেনের পরিমাণ বাড়ায়, হ্যাক করা হচ্ছে ই-মেইলও। বেশ কিছু রিপোর্ট বলছে, সম্প্রতি ছড়িয়ে পড়েছে ৩০০ কোটিরও বেশি ই-মেইল ও পাসওয়ার্ড।
2/ 7
জানা গিয়েছে, এক অনলাইন হ্যাকিং ফোরামে ৩.২ বিলিয়নেরও বেশি ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে। এই তথ্যের মধ্যে রয়েছে Netflix, LinkedIn, Bitcoin-সহ একাধিক অ্যাপের ইউজার নেম, ই-মেইল ও পাসওয়ার্ড। প্রথমে ১৫০০ কোটি মানুষের Netflix ও LinkedIn-এর তথ্য ফাঁস হয়েছে। সেখান থেকে প্রায় ৩০০ কোটি মানুষের ই-মেল আইডি ও পাসওয়ার্ড হ্যাক হয়েছে।
3/ 7
পরিস্থিতির মোকাবিলায় এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সাইবার বিভাগের তরফে একটি কমিটিও গঠন করা হয়েছে। সূত্রে খবর, আগামী একমাসের মধ্যে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবে সংশ্লিষ্ট কমিটি। তবে, জানা যাচ্ছে, ওই তথ্য নিয়ে ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে প্রতারকরা। তারা এই তথ্যের ভিত্তিতে অন্যান্য অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করছে।
4/ 7
বেশ কয়েকটি রিপোর্ট বলছে, সম্প্রতি যে ডেটাবেস লিক হয়েছে, তার মধ্যে একাধিক অনলাইন স্ক্রিপ্ট রয়েছে। স্ক্রিপ্টগুলি হল count-total.sh, query.sh ও sorter.sh। এই COMB ডেটা অ্যালফাবেটিকাল অর্ডারেও সাজানো রয়েছে। সব মিলিয়ে ডেটাবেসে মোট ৩.২৭ বিলিয়ন ই-মেইল ও পাসওয়ার্ড রয়েছে।
5/ 7
টেক-বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারী রয়েছেন, যাঁরা সমস্ত সাইট, অ্যাপ, সোশাল মিডিয়ার জন্য একই পাসওয়ার্ড রাখেন। অর্থাৎ Google-এ যে লগ-ইন পাসওয়ার্ড রয়েছে, Netflix-এ সেই একই পাসওয়ার্ড রয়েছে। এক্ষেত্রে হ্যাকাররা একবার একটি পাসওয়ার্ড জেনে গেলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর বাকি অ্যাকাউন্টগুলিও সহজেই হ্যাক করে নেয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য যতটা সম্ভব আলাদা ও ভিন্ন ধরনের পাসওয়ার্ড রাখতে হবে। প্রতিটি পাসওয়ার্ড স্ট্রং রয়েছে কি না, তা দেখতে হবে। যদি সম্ভব হয়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করে রাখতে হবে। এ ক্ষেত্রে অনেকটা নিরাপদ থাকা যায়।
6/ 7
তাহলে আপনি কি নিরাপদে রয়েছেন? নিজের তথ্য সুরক্ষিত রয়েছে কি না, তা জানার জন্য https://cybernews.com/personal-data-leak-check/-এ ক্লিক করতে পারেন।
7/ 7
যদি এই রকম কোনও আশঙ্কা দেখা যায়, তাহলে তড়িঘড়ি নিজের পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়া ভালো। টেক-বিশেষজ্ঞদের মতে, নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে প্রতি মাসে একবার করে পাসওয়ার্ড পরিবর্তন করা যেতে পারে। এতে অনেকটাই সুরক্ষিত থাকা যাবে। নিজের গোপন তথ্য রক্ষা করা যাবে!