আনোয়ারা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় প্রথম রাউন্ডের ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে ট্রাব্রেকারে আনোয়ারা সদর ইউনিয়ন ৪-২ গোলে বারখাইন ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় পরৈকোড়া ইউনিয়ন ১-০ গোলে রায়পুর ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে।
শনিবার (২৭ মে) দুপুর ২ টায় আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টি ইউনিয়নের মোট ১১টি দলের টিম নিয়ে অংশগ্রহণে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব প্রমুখ।