আন্তর্জাতিক ডেস্ক
ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত দেড় মাসের মধ্যে এ সংখ্যা সর্বনিম্ন। একই সময়ে মৃত্যুর সংখ্যাও কমেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৬১৭ জন। এনডিটিভির খবর।
ভারতে গত ২৪ ঘণ্টায় প্রায় ২৮ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার প্রায় ১০ শতাংশ।
চলতি মে মাসের শুরুতে দেশটিতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়ে গিয়েছিল। যা গত ২৪ ঘণ্টায় দুই লাখের নিচে নেমে এসেছে। এর আগে গত ১৩ এপ্রিল দেশটিতে ১ লাখ ৮৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছিল। এর পর থেকেই এ সংখ্যা ছিল ঊর্ধমুখী। গত ৬ মে এ সংখ্যা সর্বোচ্চ ৪ লাখ ১২ হাজারে পৌঁছেছিল।
এ নিয়ে ভারতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৩ লাখ ২৩ হাজার।
উল্লেখ্য, গত দুই মাস ধরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। মহামারির আঘাতে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান সারাবিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়।
সারাবাংলা/আইই