সোমবার , ২৮ জুন ২০২১ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

‘ছেলের কথা ভেবেছেন? ও কার সঙ্গে ফাদার্স ডে পালন করবে?’ পিতৃদিবসে ছবি দিয়ে ট্রোলড নায়িকা– News18 Bangla

প্রতিবেদক
bdnewstimes
জুন ২৮, ২০২১ ৬:৩২ পূর্বাহ্ণ


কলকাতা : ট্রোলিং আর পিছু ছাড়ছে না শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ৷ ফাদার্স ডে-এর ছবি দিয়েও কটূক্তির শিকার অভিনেত্রী ৷ রবিবার পিতৃদিবসে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি ৷ সেখানে দেখা গিয়েছে বাবার সঙ্গে শ্রাবন্তীকে ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, তাঁকে বাবা হিসেবে পেয়ে তিনি ভাগ্যবান ৷ বাবার কাছ যা শিক্ষা পেয়েছে, কোনওদিন তিনি ভুলবেন না ৷

কিন্তু গত বেশ কিছু পোস্টের মতো এ ক্ষেত্রেও শ্রাবন্তীকে কটাক্ষ শুনতে হয়েছে তাঁর একাধিক বিবাহিত সম্পর্ক নিয়ে ৷ এ বার টেনে আনা হয়েছে তাঁর ছেলেকেও ৷ এক নেটিজেনের মন্তব্য, শ্রাবন্তী নিজে তো ফাদার্স ডে পালন করছেন ৷ কিন্তু তিনি কি একবারও তাঁর ছেলের কথা ভেবেছেন ? তাঁর ছেলে কার সঙ্গে ফাদার্স ডে পালন করবে? শ্রাবন্তীকে প্রশ্ন নেটিজেনদের ৷ অনেকের আবার অভিযোগ, তিনি নিজের পাশাপাশি ছেলেরও ক্ষতি করছেন ৷

শ্রাবন্তীর প্রথম স্বামী ছিলেন পরিচালক রাজীব কুমার বিশ্বাস ৷ তাঁদের ১৩ বছরের দাম্পত্য শেষ হয় ২০১৬ সালে ৷ এর পর তিনি বিয়ে করেন মডেল তথা আলোকচিত্রী কৃষ্ণণ ব্রজকে ৷ সে বিয়ে ছিল মাত্র ১ বছরের জন্য ক্ষণস্থায়ী ৷ বিচ্ছেদের পর ২০১৯ সালে রোহন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী ৷ রোহন-শ্রাবন্তী দাম্পত্যের ফাটলও শিরোনাম হয়েছে দীর্ঘ দিন ৷ কিন্তু বিবাহবিচ্ছেদে বাধা এসেছে রোশনের তরফেই ৷

কিন্তু শ্রাবন্তীকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন কিন্তু বন্ধ হয়নি ৷ শোনা যাচ্ছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী নাকি তাঁর বর্তমান প্রেমিক ৷ সম্প্রতি অভিরূপের জন্মদিনের ছবিও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে ৷ শ্রাবন্তীর বাড়িতে পালিত হয় অভিরূপের জন্মদিন ৷ পরিবারের সকলের সামনেই অভিরূপকে হিরে বসানো আংটি উপহার দেন শ্রাবন্তী ৷

সেই আংটির ছবি সামাজিক মাধ্যমে দিয়ে অভিরূপ লিখেছিলেন ওটা তাঁর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া উপহার ৷ নাম না করে শ্রাবন্তীকে ধন্যবাদও জানান তিনি ৷ তাঁদের প্রেমের গুঞ্জন যত তীব্র হচ্ছে, তত জোরালো হচ্ছে শ্রাবন্তীকে ঘিরে ট্রোলিংও ৷



Source link

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত