#নয়াদিল্লি: XL সাইজের জামা, টি শার্ট তো শুনেছেন। টিভির কথা শুনেছেন! XL টিভি। আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই, সেই টিভির সাইজ হবে বেশ বড়সড়! টিভি কিনবেন বলে ঠিক করেছেন! কটা দিন অপেক্ষা করুন। বাজেটের মধ্যে বড়সড় একখানা টিভি পেলে ক্ষতি কী!
১৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হতে পারে রেডমি টিভি এক্সএল। ইতিমধ্যে শাওমি নিজেদের ওয়েবসাইটে এই টিভির জন্য আলাদা পেজ বানিয়ে ফেলেছে। যতদূর আন্দাজ করা যাচ্ছে, নিজেদের ওয়েবসাইট ছাড়াও শাওমি এই স্মার্ট টিভি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করবে। লঞ্চ-এর আগে তাই অ্যামাজনেও এই টিভির জন্য আলাদা পেজ তৈরি হয়েছে।
রেডমি ম্যাক্স টিভি ভারতে এক্সএল নামে লঞ্চ হবে। রেডমি শাওমির সস্তা সিরিজ হিসাবে পরিচিত। কম দামে বেশি ফিচার্স পাওয়া যায় রেডমি ফোনে। এক্ষেত্রে একই। কড়ি ফেলবেন কম। কিন্তু পরিষেবায় খামতি থাকবে না। রেডমি এক্সএল টিভিতে HDR10 সার্টিফিকেশন ও ডলবি ভিশন ফিচার্স থাকতে পারে। ভিজুয়াল এক্সপিরিয়েন্স যে আগের থেকে একেবারে আলাদা হবে তা এই টিভির নাম শুনলেই বোঝা যায়।
১৭ মার্চ অনলাইন ইভেন্ট-এর মাধ্যমে এই টিভি লঞ্চ হতে পারে। ভারতে ইতিমধ্যে স্মার্ট টিভি লঞ্চ করে বাজার দেখেছে শাওমি। শাওমির টিভি জনপ্রিয়তা পেয়েছে। তাই এবার কয়েক ধাপ এগিয়ে ভাবছে সংস্থাটি।
চিনের রেডমি ম্যাক্স টিভির ভারতীয় সংস্করণ হবে এক্সেএল টিভি। ৮৬৬ ইঞ্চি এলইডি প্যানেল হবে এই টিভিতে। 4K (3840×2160) রেজোলিউশন হবে। রিফ্রেস রেট হতে পারে ১২০ হার্টজ। একটি MEMC চিপ দিয়ে রিফ্রেস রেট ডায়নমিকালি অ্যাডজাস্ট হবে। কানেক্টিভিটির জন্য তিনটি HDMI পোর্ট থাকবে। দুজিবি রেম ও ৩২ জিবি ইনবিল্ট মেমরি থাকতে পারে। থাকবে ২৪ ওয়াট-এর স্পিকার্স। কোয়াডকোর কোর্টেক্স এ-৫৩ বেসড সিপিইউ থাকবে এই টিভিতে।