1/ 5
• ২০১৭ সাল থেকে একটি বিশেষ নিয়ম চালু করেছে হোয়াটসঅ্যাপ। সেখানে একবার পাঠানো মেসেজ ডিলিট করে দেয়ার অপশন রয়েছে। সেক্ষেত্রে প্রেরক ও গ্রাহক, কেউই আর মেসেজটা দেখতে পাবেন না। ফলে আপনার যদি ইচ্ছে থাকে তা হলেও আপনি হোয়াটসঅ্যাপ মেসেজটি দেখতে পাবেন না।
2/ 5
• কিন্তু ডিলিট করে দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ার একটি উপায় রয়েছে। একটি উপায় কেন, একাধিক উপায় রয়েছে। কেমন হবে যদি কারওর ডিলিট করে দেওয়া মেসেজ আপনি পড়তে পারেন? দেখে নিন কিভাবে পড়বেন সেটি।
3/ 5
•হোয়াটসঅ্যাপ রিমুভ প্লাস এই অ্যাপটি রয়েছে গুগল প্লে স্টোরে। যখন এটি হোয়্যাটসঅ্যাপে কোন রকম চেঞ্জ লক্ষ্য করবে তখন এটি একটি আলাদা নোটিফিকেশন দিয়ে আপনাকে মেসেজ ডিলিট করার বিষয়টি জানিয়ে দেবে। মেসেজ ব্যাকাপ করার অপশন দেবে।
4/ 5
•তবে এটি করার জন্য আপনাকে আপনার হোয়াটস্যাপ মেসেজ পড়ার পারমিশন দিতে হবে এই অ্যাপটিকে। মনে রাখবেন এটি শুধুমাত্র টেক্সট মেসেজ এর ক্ষেত্রে কাজ করে ভয়েস বা ইমেজ মেসেজ এর ক্ষেত্রে এটি কোন রকম কাজ করেন না।
5/ 5
•নোটি সেভ নামে অ্যাপটি রয়েছে গুগল প্লে স্টোরে। এটিও আপনার ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজ এর নোটিফিকেশন রেখে দিতে সাহায্য করে। তবে এটিও কেবলমাত্র টেক্সট মেসেজ এর ক্ষেত্রে কাজ করবে। তবে আইওএস এর ক্ষেত্রে এগুলি কাজ করে না। সেখানে মেসেজ দেখার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়।