আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৮ মে) তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
জানা যায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে এ ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত এ নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছে
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়া ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশ ও সুদানের হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভূমধ্যসাগর সমন্বয় অফিসের মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো এক টুইটবার্তায় জানায়, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সবাই বাংলাদেশি। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।
তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন লিবিয়া থেকে ছাড়ার সময় নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।
প্রসঙ্গত, গতবছর অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় কমপক্ষে ১,২০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়।