1/ 5
স্মার্টফোন ছাড়া আজকাল জীবনের একটি মুহূর্ত চলে না। তাই দোলের দিন নিজের স্মার্টফোন সুরক্ষিত রাখবেন কীভাবে? স্মার্টফোনের প্রধান শত্রু ধুলো ও জল। আর দোলের দিন চারদিকে ধূলোর মতো রঙ আর জল উপস্থিত থাকে। (Photo collected)
2/ 5
বাজারে ওয়াটার প্রুফ জিপার ব্যাগ কিনতে পাওয়া যায়। এই ব্যাগের মধ্যে ফোন ঢুকিয়ে দোল খেলুন। প্রয়োজনে একাধিক প্যাকেট ব্যবহার করুন। (Photo collected)
3/ 5
একাধিক স্মার্টফোনের জন্য বাজারে ওয়াটারপ্রুফ কেস কিনতে পাওয়া যায়। এই ধরনের কেস ব্যবহার করলে ফোনের ভিতরে জল অথবা ধুলো ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। (Photo collected)
4/ 5
দোলের সময় খুব বেশি ফোনে কথা বলার প্রয়োজন হলে ব্লুটুথ হেডসেট ব্যবহার করুন। বার বার পকেট থেকে ফোন বার করলে স্মার্টফোন ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। (Photo collected)
5/ 5
দোলের সময় নিজের লেটেস্ট ফোনটি ঘরে রেখে পুরনো স্মার্টফোন থাকলে সেই ফোনে সিম কার্ড ঢুকিয়ে বাইরে যান। সেই ফোন কোনও কারনে খারাপ হলে ক্ষতির পরিমান কমবে। (Photo collected)