এক চাকার মোটরসাইকেল। এতদিন হয়তো সার্কাসে দেখেছেন।
Bangla Editor | News18 Bangla | March 27, 2021, 9:29 PM IST
এক চাকার মোটরসাইকেল! ভাবছন, এটাও সম্ভব! দুটো চাকা না থাকলে ব্যালান্স হবে কী করে! কিন্তু এই মোটরসাইকেল চলবে এক চাকার উপর ভর করেই।
এই বাইক আবার পিলিয়ন সিট রয়েছে। তবে সেটি কতটা কার্যকর তা সময় বলবে। এই বাইকর ফুয়েল ট্যাঙ্ক ডুকাটি মনস্টার থেকে অনুপ্রাণিত।
এই বাইক সিঙ্গল চার্জে ১০০ কিমি পর্যন্ত চলবে বলে দাবি সংস্থার। ফুল চার্জ হতে সময় নেবে ৩ থেকে ১২ ঘণ্টা। টপ স্পিড ৪৮ কিমি প্রতি ঘণ্টা। বাইকের ওজন মাত্র ৪০ কেজি।
এতদিন হয়তো এক চাকার মোটরসাইকেল দেখেছেন শুধুই সার্কালে। কিন্তু এবার রাস্তায় চলবে এক চাকার বাইক। আর এই বাইক বজারে আনল আলিবাব গ্রুপ।
বাজারে এখন ইলকট্রিক বাইকের চাহিদা বাড়ছে। এই এক চাকার ই-মোটরসাইকেল এরই মধ্যে সবার নজর কেড়েছে। চালক সামনে ঝুঁকলে ততি বাড়বে এই বাইকের। পিছনে সরলে গতি কমবে।