1/ 5
এক চাকার মোটরসাইকেল! ভাবছন, এটাও সম্ভব! দুটো চাকা না থাকলে ব্যালান্স হবে কী করে! কিন্তু এই মোটরসাইকেল চলবে এক চাকার উপর ভর করেই।
2/ 5
এই বাইক আবার পিলিয়ন সিট রয়েছে। তবে সেটি কতটা কার্যকর তা সময় বলবে। এই বাইকর ফুয়েল ট্যাঙ্ক ডুকাটি মনস্টার থেকে অনুপ্রাণিত।
3/ 5
এই বাইক সিঙ্গল চার্জে ১০০ কিমি পর্যন্ত চলবে বলে দাবি সংস্থার। ফুল চার্জ হতে সময় নেবে ৩ থেকে ১২ ঘণ্টা। টপ স্পিড ৪৮ কিমি প্রতি ঘণ্টা। বাইকের ওজন মাত্র ৪০ কেজি।
4/ 5
এতদিন হয়তো এক চাকার মোটরসাইকেল দেখেছেন শুধুই সার্কালে। কিন্তু এবার রাস্তায় চলবে এক চাকার বাইক। আর এই বাইক বজারে আনল আলিবাব গ্রুপ।
5/ 5
বাজারে এখন ইলকট্রিক বাইকের চাহিদা বাড়ছে। এই এক চাকার ই-মোটরসাইকেল এরই মধ্যে সবার নজর কেড়েছে। চালক সামনে ঝুঁকলে ততি বাড়বে এই বাইকের। পিছনে সরলে গতি কমবে।