স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: শতভাগ উৎসবভাতা প্রাপ্তির দাবিতে ৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আন্দোলনের ডাক দিয়েছিলেন শিক্ষকেরা। তবে আন্দোলনের আগেই সরকারি বিধিনিষেধে আটকে গেছে গোটা দেশ। ফলে বাধ্য হয়েই আন্দোলন স্থগিত করেছেন শিক্ষকরা।
এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে এই আন্দোলন কর্মসূচি দিয়েছিল শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি (শউভাবাক)। সংগঠনটির নেতারা বলছেন, আমরা করোনা নিয়ে সতর্ক থাকতে চাই। ‘লকডাউন’র যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তার প্রতিও থাকতে চাই শ্রদ্ধাশীল। এ কারণে সবার সঙ্গে আলোচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তারা বলছেন, ‘লকডাউন’ শিথিল হলে কিংবা উঠে গেলে তারা আন্দোলনে নামবেন। নতুন কর্মসূচির তারিখটিও জানিয়ে দেওয়া হবে আগেই। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আসন্ন ঈদুল আজহা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জান।
তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা থেকে বঞ্চিত করা হলে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিয়ে এর প্রতিবাদে গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও জাতীয় প্রেস ক্লাবের সামনে উদযাপন করা হবে।’
উল্লেখ্য, একই দাবিতে এই শিক্ষকেরা গেল ঈদুল ফিতরেও জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছে। তবে কর্তৃপক্ষ তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।
সারাবাংলা/টিএস/পিটিএম