বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

ব্র্যাক ব্যাংক ও বিডিওএসএন-এর উদ্যোগে কক্সবাজারে ৪১ নারী উদ্যোক্তার ‘আমরাই তারা’ প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬৫৭ সময় দেখুন
ব্র্যাক ব্যাংক ও বিডিওএসএন-এর উদ্যোগে কক্সবাজারে ৪১ নারী উদ্যোক্তার ‘আমরাই তারা’ প্রশিক্ষণ সম্পন্ন

জয়নাল আবেদীন, কক্সবাজার:
নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ‘আমরাই তারা’ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ৪১ জন উদ্যমী নারী উদ্যোক্তা।

৭ থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি এবং পণ্যের বাজার সম্প্রসারণের কৌশল বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি তাঁরা নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক পরামর্শ গ্রহণের সুযোগ পান, যা তাঁদের ভবিষ্যৎ ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট মুনির হাসান এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।

সৈয়দ আব্দুল মোমেন বলেন,

> “নারী উদ্যোক্তারা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। একজন নারী উদ্যোক্তা সফল হলে তাঁর পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতি উপকৃত হয়। ‘আমরাই তারা’ কর্মসূচির মাধ্যমে আমরা তাঁদের প্রয়োজনীয় দক্ষতা, আত্মবিশ্বাস ও সুবিধা দিয়ে টেকসই ব্যবসা সম্প্রসারণে সক্ষম করে তুলছি।”

‘আমরাই তারা’ হলো নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যা *গেটস ফাউন্ডেশন*-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য হলো নারী নেতৃত্বাধীন ব্যবসায়ের জন্য এমন এক টেকসই পরিবেশ তৈরি করা, যেখানে দক্ষতা বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার ও অর্থায়নের সুযোগ নিশ্চিতের মাধ্যমে দীর্ঘমেয়াদি ক্ষমতায়ন সম্ভব হয়।

উল্লেখ্য, এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক দেশের ২০টি জেলায় *৩,০০০-এরও বেশি নারী উদ্যোক্তাকে* এ ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে ‘আমরাই তারা’ কর্মসূচি দেশের সব জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির, যাতে আরও বেশি নারী উদ্যোক্তা এই সুযোগের আওতায় আসতে পারেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর