মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতানোর প্রতারক চক্রটি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৬৫ সময় দেখুন
মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতানোর প্রতারক চক্রটি গ্রেফতার


ডেস্ক রিপোর্ট:: বিশ্বের নামকরা ই-কমার্স ভিত্তিক বিভিন্ন মার্কেট প্লেসে বিনিয়োগের নামে চলছে প্রতারণা। ডোমেইন ক্রয়, ওয়েবসাইট তৈরির নামে প্রযুক্তিতে দক্ষ এক শ্রেণির প্রতারক হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, অধিক মুনাফার লোভ দেখিয়ে চক্রটি সাধারণ মানুষকে ফাঁদে ফেলতো।

গত বছরের সেপ্টেম্বরে একটি ট্যুরে গিয়ে জাকারিয়া পারভেজ নামে একজনের সঙ্গে পরিচয় হয় জোবায়ের হোসেন নামের এক ব্যক্তির। পরবর্তী সময়ে তারা একসঙ্গে একাধিক ট্যুরে অংশ নেন। এক পর্যায়ে জাকারিয়া তাকে ই-কমার্স মার্কেটপ্লেস অ্যামাজন এফিলিয়েটে বিনিয়োগের প্রস্তাব দেন। বিপুল মুনাফার আশ্বাসে তিন লাখ টাকা বিনিয়োগ করার পর শুরু হয় টালবাহানা। একই ঘটনা ঘটে আরেক ব্যক্তির সঙ্গেও। তার কাছ থেকে নেওয়া হয় ৩ লাখ ৩০ হাজার টাকা। অধিক মুনাফার লোভ দেখিয়ে এক চিকিৎসকের কাছ থেকে পারভেজ হাতিয়ে নিয়েছে ৩৩ লাখ টাকা।

ভুক্তভোগী ওই চিকিৎসকের করা মামলায় অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়েছে প্রতারক জাকারিয়া ও তার দুই সহযোগী। জাকারিয়া এবং তার সহযোগীরা মূলত বিভিন্ন ইভেন্টভিত্তিক ট্যুরে গিয়ে টার্গেট নির্ধারণ করত। অ্যামাজনের মতো বড় মার্কেটপ্লেসে বিনিয়োগের প্রস্তাব দিয়ে ডোমেইন কেনার নামে শুরু হত তাদের প্রতারণার প্রথম ধাপ। পরে ওয়েবসাইট তৈরি, র‌্যাংকিং, হোস্টিং, গুগল আপডেটের নাম দিয়ে হাতিয়ে নিত বিপুল পরিমাণ অর্থ।

এভাবে অনলাইন ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে কয়েককোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন উর রশীদ বলেন, অজস্র মানুষকে প্রতারণা করে তাদেরকে পথের ভিক্ষারী বানিয়েছে তারা। ডোমেইন কেনার কথা বলে বিভিন্ন ভাবে আপনাদের প্রতারিত করে থাকে, তাহলে ডিবি সাইবারের কাছে আসবেন। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং অন্যান্য প্রতারক থেকে থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ব্যবসায়ে বিনিয়োগের আগে আরও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর