চারদিকে পানি থৈথৈ,
মাছেরা করছে খেলা।
তবুও মনে শান্তি নেই,
মেঘনা পাড়ের বাসিন্দা যে মোরা।
অসহায়ত্ব জীবন দেখতে চাও যদি,
চলে আসো মেঘনার পাড়ে।
নিঃস্ব আমরা সব হারিয়ে,
মেঘনার করাল গ্রাসে.!
ঘর-বাড়ি, বসত-ভিটা,
যাহা আছে মোদের।
সবে গেলো রসাতলে,
মেঘনার রাক্ষসী পেটে.!
কত নেতা এ আসলো গেলো,
কেউতো দাঁড়ালো না পাশে।
কোটি টাকা বিল করে,
সবে গেল তাদের পেটে।
বড় বড় অট্টালিকায় থেকে,
বুঝবে কি করে তারা.!?
কতটা অসহায় আমরা,
মেঘনা পাড়ের বাসিন্দারা.!