রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন।’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন। আর এজন্য প্রয়োজন রক্তের সঠিক গ্রুপ নির্ণয়।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শ্রীবরদী উপজেলা শাখার সহযোগিতায় রক্তসৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া অনুশীলন পাবলিক স্কুল মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শুরু হয়েছে। যা বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। রক্ত সৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার আয়োজনে রক্তের গ্ৰুপ নির্ণয় কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসছেন।
রক্তসৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখা এ ক্যাম্পেইনের আয়োজন করে। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি। আমাদের সংগঠনটি স্বেচ্ছায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
এ সময় রক্ত সৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি এস আই শহিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিহা জান্নাত, প্রচার সম্পাদক রিদওয়ানসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।