২০ ই জুলাই ২০২২ খৃ. রাত ৯টায় লক্ষ্মীপুর লেখক পাঠক ফোরামের আয়োজনে ২ ঘন্টা ব্যাপি ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন- মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত, বি কে বি ক্লাবের সভাপতি ইসমাইল খাঁন সুজন, কবি রাশেদ নাইব, অনুবাদক রিগান মোহাম্মেদ। সংবাদকর্মী আব্দুর রহমান বিশ্বাস।
লক্ষ্মীপুর লেখক পাঠক ফোরাম এর প্রতিষ্ঠাতা সদস্যসচিব মু. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক উম্মে আইমান তৃষা, সাবিহা আফরোজ। যুক্ত ছিলেন- কণ্ঠ শিল্পী হুমায়েরা মিম, লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশন এর প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ জনি, মো. জুবায়ের হোসেন, আবৃত্তিকার ফারিয়া আক্তার, সুমনা আফরোজ, কবি মু. আলা-উদ্দীন, কবি. আরমান হোসেন, কুশাখালি ব্লাড ব্যাংক এর সভাপতি রুবেল হাওলাদার, ইফতিখার হোসেন প্রমুখ।