শব্দ গুলো আকাশে উড়ছে যত্রতত্র এলোমেলো।
ধরে এনে কলমের ডগায় বসিয়ে দিলেই কিছু একটা হয়ে গেলো।
পাখির মত হেথাসেথা উড়ছে কতশত শব্দ।
খাঁচার পাখির মত তারাও একদিন হয়ে যায় জব্দ।
হঠাৎই একদিন দেখলাম একজন গাছ তলায় বসে।
কলম নামের যন্ত্র দিয়ে পটাপট ধরছিল শব্দ গুলোকে কষে।
একটু পর পর আকাশের পানে চেয়ে, যেখানে শব্দ গুলো ছিল ভরা,
গাছের উপর দিয়ে যেতেই শব্দ গুলো লোকটির নিকট পরে যাচ্ছিল ধরা।
একের পর এক শব্দ ধরে রাখছিলেন তিনি খাতায়।
যেমন করে শিকারীরা শিকার ধরে রাখেন ভরে খাঁচায়।
শিকারীর শিকার গুলো একদিন টেবিলে আসে তৃপ্তির খানা হয়ে।
গাছ তলার লোকটির শব্দ গুলোকে তেমনই দেখলাম মহাকাব্যের কোন এক বইএ।
কি স্বাদের লিখাই লিখেছেন তিনি সেই মহাকাব্যের ভিতর।
পড়তে গিয়ে সেই লেখা, পাঠকেরা সব নিস্তব্ধ নিথর।
লিখেছেন,
মোঃ এমদাদুল হক
রচনাকালঃ ২৭/১০/২১