• কিউকাম্বার ফেটা রোলস: ককটেল পার্টিতে এই রোলের তুলনা নেই ৷ একটু মোটা করে শসার স্লাইজ কেটে নিন ৷ পনির আর ইয়োগার্ট দিয়ে রোলের ফিলিং বানান ৷ নুন, গোলমরিচ, লেবু দিয়ে সিজন করুন ৷ এবার শসার স্লাইজে মুড়ে টুথপিকে গেঁথে দিন ৷ তৈরি হয়ে গেল কিউকাম্বার ফেটা রোলস ৷