ওবায়দুল হক : [২] সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত দুদিন থেকে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ফেসবুকের নিউজ ফিডে দুটি ছবি ঘুরপাক খাচ্ছে। ছবি দুটি বাংলাদেশি সোশ্যাল একটিভিস্টদের বিভিন্ন পেজ, গ্রুপে পোস্ট হচ্ছে।
[৩] একটি ছবিতে দেখা যাচ্ছে তিন স্থানীয় ব্যক্তি হলুদ রঙের ট্যাক্সির চাকা পরিবর্তন করিছেন। আরেক ছবিতে দেখা যাচ্ছে এই তিনজনের সঙ্গে ট্যাক্সি চালকের হাসিমাখা চেহারা।
[৪] এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি দুটির সাথে ক্যাপশনে লিখা “আমিরাতে বাংলাদেশি নতুন ট্যাক্সি চালকের গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায়৷ খারাপ বলতে চাকার হাওয়া চলে যায়। নতুন চালক হওয়া চাকা পরিবর্তন করতে হিমশিম খাচ্ছিলেন। আশেপাশে কোন গ্যারেজও নাই। সেসময় স্থানীয় আরবি তিন ভদ্রলোক গাড়ির চাকা পরিবর্তন করে দেন৷ টাকা পয়সার চেয়ে মানবতাটাই বড়।”