সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

BS^ hayabusa ভারতে আসছে, Bs6 hayabusa is coming to india in april– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৬৯ সময় দেখুন
BS^ hayabusa ভারতে আসছে, Bs6 hayabusa is coming to india in april– News18 Bangla


Dhoom-এর পর বাজার কাঁপিয়েছিল এই সুপারবাইক। বড় চুলের জন আব্রাহামকে দারুন মানিয়েছিল সেই সুপারবাইকে। কিন্তু তার পরই Hayabusa উত্পাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সুজুকি। Dhoom-এর পর বাজার কাঁপিয়েছিল এই সুপারবাইক। বড় চুলের জন আব্রাহামকে দারুন মানিয়েছিল সেই সুপারবাইকে। কিন্তু তার পরই Hayabusa উত্পাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সুজুকি।

কিছুদিন আগেই জানা গিয়েছিল, ফের বাজারে বুসাকে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সুজুকি। তাদের অন্যতম জনপ্রিয় মডেল হায়াবুসা। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা। কিছুদিন আগেই জানা গিয়েছিল, ফের বাজারে বুসাকে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সুজুকি। তাদের অন্যতম জনপ্রিয় মডেল হায়াবুসা। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা।

BS6 Hayabusa-য় বেশ কিছু পরিবর্তম করা হয়েছে। বাইকের লুকস ও ফিচার্স-এ বদল হয়েছে। তবে বুসা চালানোর সেই ফিল একই থাকবে বলে জানিয়েছে সুজুকি। BS6 Hayabusa-য় বেশ কিছু পরিবর্তম করা হয়েছে। বাইকের লুকস ও ফিচার্স-এ বদল হয়েছে। তবে বুসা চালানোর সেই ফিল একই থাকবে বলে জানিয়েছে সুজুকি।

 চলতি মাসেই ভারতের বাজারে চলে আসছে হায়াবুসা। তবে সুজুকির তরফে এখনও সম্ভাব্য তারিখ জানানো হয়নি। যদিও ভারতে আবার বুসার দেখা পাওয়া যাবে, এই খবরেই মজেছেন বাইকপ্রেমীরা। থার্ড জেনারেশন বুসা এবার এল বলে!
চলতি মাসেই ভারতের বাজারে চলে আসছে হায়াবুসা। তবে সুজুকির তরফে এখনও সম্ভাব্য তারিখ জানানো হয়নি। যদিও ভারতে আবার বুসার দেখা পাওয়া যাবে, এই খবরেই মজেছেন বাইকপ্রেমীরা। থার্ড জেনারেশন বুসা এবার এল বলে!

১৩০৪ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। ১৮৭ বিএইচপি। ১৫০ এনএম টর্ক। তবে আগের মডেলের থেকে বিএইচপি নতুন বুসায় ১০ কম। সিক্স স্পিড গিয়ার বক্স থাকবে। থাকবে ক্লাচলেস গিয়ারশিফট-এর সুবিধা। সুজুকি জানাচ্ছে, থার্ড জেনারেশন বুসার থ্রটল রেসপন্স আগের থেকে ভাল হবে।  ১৩০৪ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। ১৮৭ বিএইচপি। ১৫০ এনএম টর্ক। তবে আগের মডেলের থেকে বিএইচপি নতুন বুসায় ১০ কম। সিক্স স্পিড গিয়ার বক্স থাকবে। থাকবে ক্লাচলেস গিয়ারশিফট-এর সুবিধা। সুজুকি জানাচ্ছে, থার্ড জেনারেশন বুসার থ্রটল রেসপন্স আগের থেকে ভাল হবে।

Published by:Suman Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর