1/ 6
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে জেরবার বিশ্ব। এখনও দেশের বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’চলছে। আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে জিও।
2/ 6
কোম্পানি প্রিপেড গ্রাহকদের জন্য বেশ কয়েক বিশেষ প্লান বাহারে নিয়ে এসেছে। এমনও কয়েকটি প্ল্যান আছে যা লম্বা ভ্যালিডিটি বা মেয়াদের সঙ্গে বেশি ডেটা আর অনান্য বেনিফিটও দিয়ে থাকে। এক বছরের জন্য অনেক রিচার্জের প্ল্যানের অপশন দিচ্ছে জিও (Jio)। এই প্ল্যানটির বিশেষ বিষয় হল একবার রিচার্জ করলে এক বছরের জন্য টানা সুবিধা পেতে পারবেন আপনি।
3/ 6
৭৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র Jio Phone গ্রাহকদের জন্য। আপনার কাছে যদি আগের থেকে জিওফোন থেকে থাকে তাহলে আপনি এই প্ল্যানটির সুবিধা নিতে পারবেন। ৭৪৯ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ১২ মাসের, মানে গ্রাহকরা ১২ মাস আনলিমিটেড সার্ভিসের সুবিধা পেয়ে যাবেন।
4/ 6
৭৪৯ টাকার রিচার্জ করলে গ্রাকরা পেয়ে যাবেন দৈনিক ২জিবি করে হাই-স্পিড ডেটা। ২জিবি-র হাই-স্পিড ডেটা শেষ হওয়ার পরে, এর স্পিড কমে ৬৪-কেবিপিএস হয়ে যাবে। সেই সঙ্গে রয়েছে ১ বছরের জন্য আনলিমিটেড ফ্রি কলিং। আপনার যদি এই প্লানটি দিয়ে নিজের জিও ফোন রিচার্জ করতে চান, তাহলে আপনি রিলায়েন্স রিটেল স্টোর আর জিও রিটেল স্টোরে গিয়ে এই অফারটির সুবিধা নিতে পারেন।
5/ 6
জিও নিজের গ্রহাকদের জন্য ২২ টাকার একটি ডেটা রিচার্জ প্ল্যানও নিয়ে এসেছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ২৮ দিনের। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ২জিবির হাই-স্পিড ৪জি ডেটা। ২জিবি-র হাই-স্পিড ডেটা শেষ হওয়ার পরে, এর স্পিড কমে ৬৪-কেবিপিএস হয়ে যাবে।
6/ 6
২২ টাকার এই রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন JioNews, Jio Security, JioCinema, আর JioTV অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই প্ল্যানে গ্রাহকরা শুধুমাত্র পাবেন ডেটা বেনিফিট। কিন্তু কলিং এর জন্য গ্রাহকদের আলাদা রিচার্জ করতে হবে।