নয়ন বাবু (সাংবাদিক)
আমি ভাবি তোমাকে ছাড়া আমার সবই অপূর্ণ,
কিন্তু দিনশেষে আমাকে ছাড়াই তুমি পরিপূর্ণ,
তবে তিলে তিলে নিঃস্ব হয়ে যাচ্ছি কার জন্য,
প্রশ্ন রেখে গেলাম তোমার জন্য?
সময় করে উত্তর দিয়ো,
পারলে শুধু আমার জন্য প্রিয়,
আর একবার জন্ম নিয়ো।
কারণ আমার জন্য অনেকের মন খারাপ হয়,
কিন্তু অনেকের জন্য আমার মন খারাপ হয় না,
আমার শুধু তোমার জন্যই মন খারাপ হয়,
আমার তোমার জন্য কষ্ট হয়,
তাই তোমাকে খুঁজে যাই কবিতায়।
পারলেই শুধু আমার জন্য প্রিয়
আর একবার জন্ম নিয়ো।
এই যে ম্যাসেঞ্জারে তোমার ছবি পেলে
তোমাকে নিয়ে লিখতে বসে যাই,
কবিতায় মুগ্ধতায় গভীর থেকে গভীরতায়,
তোমাকে ভেবে যাই,
আর তোমাকে খুঁজে পাই কবিতায় প্রিয়।
পারলেই শুধু আমার জন্য প্রিয়
আর একবার জন্ম নিয়ো।
লেখক:
নয়ন বাবু (সাংবাদিক)
সাপাহার, নওগাঁ।