1/ 4
টেলিকম ইন্ডাস্ট্রি (Telecom Industry) -তে লড়াই ক্রমশ বেড়েই চলেছে৷ বেশি সংখ্যক গ্রাহকদের নিজেদের দিকে আকর্ষিত করার লক্ষ্যে রোজই নতুন নতুন সস্তার প্ল্যান লঞ্চ করছেন সার্ভিস প্রোভাইডাররা৷ সস্তা প্ল্যান নিয়ে যখনই আলোচনা হয় তখনই সবার নাম আসে রিলায়েন্স জিও-র৷ কিছুদিন আগেই তারা একটি প্ল্যান লঞ্চ করেছে যা নেটদুনিয়ায় বিপ্লব এনে দিয়েছে৷ Jio-র কাছে এমন একটি প্ল্যান রয়েছে যেখানে ১ জিবি ডেটার জন্য মাত্র সাড়ি তিন টাকা খরচ করতে হবে৷
2/ 4
৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানরিলায়েন্স জিও-র এই প্ল্যানের সময়সীমা কাল ৮৪ দিনের৷ ৫৯৯ টাকার এই প্ল্যান শিরোনাম ছিনিয়ে নিচ্ছে৷ এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে৷ ৮৪ দিনে মোট ১৬৮ জিবি ডেটা পাচ্ছেন গ্রাহকরা৷ ফলে গ্রাহককে এক জিবি ডেটার জন্য মাত্র ৩.৫৭ টাকা খরচ করতে হবে৷
3/ 4
অন্য প্ল্যানের তুলনায় যা খুবই সস্তা৷ তাই দেখা যায় তো ৫৯৯ টাকার প্ল্যাম২৪৯ টাকা ও ৪৪৪ টাকার প্ল্যানের থেকেও অনেক বেশি সস্তা৷ ৪৪৪ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের৷ এতে মোট ১১২ জিবি ডেটা পান গ্রাহকরা৷ যার দাম এক জিবিতে প্রতিদিন ৪ টাকা হয়৷
4/ 4
৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ফোন কল করতে পারবেন৷ পাশাপাশি গ্রাহকরা জিও-র বাকি সুবিধাও ব্যবহার করতে পারবেন৷ অর্থাৎ তাঁর JioTV, Jio Cinema, JioSaavn, JioNews और JioCloud -র মতো অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন৷ (ডিসক্লেমার- নিউজ ১৮ বাংলা রিলায়েন্স ইন্ডাসট্রিজের কোম্পানি নেটওয়ার্ক ১৮ মিডিয়া এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অংশ, এদের অধিকার রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছেই রয়েছে৷ )