আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম বাজেট প্রস্তাব করেছেন। ৬ লাখ কোটি (৬ ট্রিলিয়ন) ডলারের বিশাল ব্যয় প্রস্তাবের বাজেটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে সবচেয়ে টেকসই অবস্থানে নিয়ে যাবে বলে আশা করছেন তিনি। বিবিসির খবর।
এবারের বাজেটে জলবায়ু ও পরিবেশবিষয়ক কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ধনীদের উপর কর বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে। জো বাইডেনের প্রস্তাবকৃত বাজেটটি পাস হতে কংগ্রেসের অনুমোদন লাগবে।
এদিকে শুক্রবার জো বাইডেন তার বাজেট প্রস্তাবের পর এর সমালোচনা করছেন রিপাবলিকানরা। প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রস্তাবিত বাজেটটিকে ‘ভয়াবহ রকমের ব্যয়বহুল’ বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ বছরে প্রস্তাবিত বাজেটের ব্যয় পরিকল্পনার আকার ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি (৪.৮ ট্রিলিয়ন) ডলারের।
রিপাবলিকানরা বলছেন, ব্যয়বহুল এ বাজেটের আওতায় করপোরেশন, পুঁজি ও আয়ের ওপর কর বাড়ানো থেকে ৩ লাখ কোটি মার্কিন ডলার আসলেও ২০৩১ সাল নাগাদ জিডিপির বিপরীতে ঋণ ১১৭ শতাংশ বেড়ে যাবে। ধারণা করা হচ্ছে কংগ্রেসে অনুমোদন পাওয়ার আগে বাজেটটিতে কিছু কাটছাঁটও হতে পারে।
সারাবাংলা/আইই