সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারী রুহুল আমিন কারাগারে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ২০৩ সময় দেখুন
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারী রুহুল আমিন কারাগারে – Corporate Sangbad


আইন-আদালত


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. রুহুল আমিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। একটি নাশকতা পরিকল্পনা মামলার আসামী তিনি।

রোববার (৩০ মে) দুপুরে জামিন নিতে গেলে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মিজানুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ শহরের কবরী রোডে নাশকতার পরিকল্পনার অভিযোগে শরীফ হাসান নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশ। সে সময় তার কাছ থেকে ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ‘জিহাদি’ বইগুলোর মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা ‘বিতর্কিত’ বইসহ বিভিন্ন ‘জিহাদি’ মতাদর্শের বইও ছিল। পরে আটক শরীফের স্বীকারোক্তিতে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. রুহুল আমিনের বাসা ও চেম্বারে তল্লাশি করে পুলিশ। সেখান থেকেও উদ্ধার করা হয় একই ধরনের বই পুস্তক।

এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে সে সময় গ্রেপ্তারকৃত আসামি শরীফ, পলাতক জেলা জামায়াত সেক্রেটারী অ্যাড. রুহুল আমিনসহ তিন জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। এরপর জেলা জামায়াত সেক্রেটারী রুহুল আমিন ও অন্য আসামীরা গত ২৪ মার্চ উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালিন জামিন লাভ করেন। এরপর আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার আসামীরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, নিম্ন আদালতে জামিন আবেদন করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন জেলা জামায়াত সেক্রেটারী অ্যাড. রুহুল আমিন ও পৌর জামায়াতের আমীর মাসুদ পারভেজ রাসেল। এসময় রাসেলের জামিন মঞ্জুর করা হলেও রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পরে তাকে কঠোর নিরাপত্তা বলয়ে জেল হাজতে নেয়া হয়।

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানীতে অংশ নেন এপিপি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর