ষ্টাফ রিপোর্টার: “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই শ্লোগান নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বুধবার (০১ মার্চ) বেলা সাড়ে ১০টায় র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা সভা দিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে পরিষদের গেট পর্যন্ত গিয়ে শেষ হয়। বীমা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মাঠকর্মীরা র্যালিতে অংশ গ্রহন করেন।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, মোঃ আমিরুল আরাফাত, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, জীবন বীমা করপোরেশন কুমারখালী শাখার ম্যানেজার আঃ মালেক, ডেলটা লাইফ ইন্সুইরেন্স কুমারখালী শাখার ম্যানেজার আঃ হক, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর কুমারখালী শাখার এসিট্যান্ট ম্যানেজার আঃ মাজেদ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস বিভিন্ন বীমা অফিসের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক।