ডেস্ক রিপোর্ট:: গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বেড়ে চলেছে তাপপ্রবাহের দাপট। তীব্র গরম আর রোদের কড়া পাহারায় ভোগান্তিতে নাগরিকরা। তবে তাপমাত্রার দাপট আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি চলতি মাসের শেষে হানা দিতে পারে ঘূর্ণিঝড়ও।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল শুক্রবারের (২১ মে) মতো আজও ঢাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসের শেষের দিকে দেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এর প্রভাব পড়ার আগ পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই। এছাড়া আগামী ২৪ থেকে ২৫ মে’র দিকে ঘূর্ণিঝড় মেঘ ছাড়তে শুরু করতে পারে। এর পরই কমতে পারে দেশের তাপমাত্রা।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ‘সারাদেশেই তাপমাত্রা বেশি। দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে, সেসব জায়গায় তাপমাত্রা কিছুটা কম আছে। সেসব জায়গায়ও হয়তো তাপ বাড়বে। ২৪-২৫ মে’র দিকে দেশের তাপমাত্রা কমা শুরু করতে পারে।’
ঢাকায় গরমের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার তাপমাত্রা বেড়েছে। গতকাল ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকেও গতকালের মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে।’
এ দিকে, দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে রোদের কারণে গতকাল বাইরে বের হওয়া বেশ কঠিন ছিল। যারা বাইরে ছিলেন, তাদের কষ্টের সীমা ছিল না। অনেকে অসুস্থ হয়ে পড়েন। যাদের এসি নেই, তাদের এই গরমে ঘরে টেকাও কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, শনিবার (২২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও পাবনা জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।