মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা ‘প্রত্যাহার’কে স্বাগত জানাল ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৬৯ সময় দেখুন
বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা ‘প্রত্যাহার’কে স্বাগত জানাল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরাইল ভ্রমণে ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত’কে স্বাগত জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২২ মে) ইসরাইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাড কোহেন এই খবরকে ঘিরে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

টুইটার বার্তায় গিলাড কোহেন বলেন, দারুণ খবর! ইসরাইলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানাই। বাংলাদেশ সরকারকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানাই। যেনো দুই দেশের মানুষ লাভবান হয়।

প্রসঙ্গত, ইসরাইলকে এখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত — ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরাইল’। তবে পরিবর্তিত নতুন পাসপোর্টে লেখা হচ্ছে — ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

আরও পড়ুন – ‘ইসরাইল ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি’

বিষয়টি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক মানের পাসপোর্ট স্ট্যান্ডার্ড বজায় রাখতে গিয়ে এটা করা হয়েছে। তবে, পাসপোর্টের লেখায় পরিবর্তন হলেও তা পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর