বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ০৬ জুলাই ২০২১ শেরশাহ বাজার, বহদ্দার হাট কাঁচাবাজার ও চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১০টা হতে পরিচালিত অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৭৭,০০০/- (সাতাত্তর হাজার টাকা) প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানে অননুমোদিত রং, নকল আজিনোমতো টেস্টং সল্ট, অননুমোদিত ঔষধ, মেয়াদ বিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস করা হয়।
এপিবিএন-৯ এর সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) জনাব পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
বায়েজিদ থানার শেরশাহ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় জান্নাত স্টোরকে ২ হাজার টাকা , আল্লাহর দান স্টোরকে ২ হাজার টাকা, মাহিন স্টোরকে ২ হাজার টাকা, নূর স্টোরকে ২ হাজার টাকা, চাঁদপুর স্টোরকে ২ হাজার টাকা, সৌদিয়া স্টোরকে ২ হাজার, ফেনী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। নোংরা পরিবেশে মসলা চূর্ণ ও মেঝেতে সংরক্ষণ করায় আকবর এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
বহদ্দারহাট কাঁচা বাজারের ইস্রাফিলের মসলার দোকানকে কাপড়ে ব্যবহার্য রাসায়নিক রং কে খাবারের রং হিসেবে বিক্রয় ও নকল আজিনোমোতো টেস্টিংসল্ট রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করে প্রায় ৩ কিলোগ্রাম বর্ণিত রং ধ্বংস করা হয়।
মিয়া খান নগর এলাকার বি এস মেডিকোকে অননুমোদিত বিদেশি ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মেয়াদ বিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ১৩ হাজার, মক্কা ফার্মেসিকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়।
বাজারসমূহ পরিদর্শনকালে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধানপূর্বক নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়- বিক্রয় এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হলে অধিদপ্তরের হট লাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।