মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব নোবেল চাকমা’র সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৫/৬/২০২১খ্রিঃ রাত ০২:১০ ঘটিকার সময় পতেঙ্গা থানাধীন সী-বীচ চরপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ প্যাকেট তাস ও নগদ ৩১,৪৪০ টাকা সহ আব্দুলসবুর(৩৮), মোঃ জাহাঙ্গীর আলম(৩৮), মোঃ মোর্শেদ আলম(২৮), মোঃ মামুনুররশিদ(২৯), মোঃ ইব্রাহীম(৩২), মোঃ মান্নান(৪৬), মোঃ আব্দুররহিম(৪২), মোঃ ইকবাল(৪৪), নুরুল ইসলাম বিপ্লব(৪২), মোঃ ওসমানগনি(২৪), মোঃ ইদ্রিস (৪৫), মোঃ রুবেল(২৮), মোঃ নুরুল আনোয়ার(৫৫), মোঃ ফখরুদ্দিন(২৩), মোঃ আবুল কাশেম(৪০), মোঃ হালিম(৪০), মোঃ রানা(২৫), মোঃ তৌহিদ আফ্রিদি(১৮), মিটন দাশ(২৮), সোহরাব হোসেন(৩৭), মো) সোহেল(২২), মোঃ সাইফুল(১৮) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।