মেহেরপুর প্রতিনিধি। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন।
এসময় জেলা প্রশাসক মোঃ মুনসুর আলম খান এর নির্দেশনায় রেজিস্ট্রার অফিসের ১৫০ জন মুহুরী ও জেলার কিন্ডার গার্ডেনের ২৮০ জন শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।