মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে ইউপি সদস্য আরমান আলী তার নিজ উদ্যোগে করনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০শত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ৫০০ টাকা করে বিতরণ করেন। মঙ্গলবার বেলা এগারোটার সময় রাজনগর গ্রামে তার নিজ বাসভবনে এ সকল নগদ টাকা বিতরণ করেন।
এসময় ইউপি সদস্য আরমান আলী বলেন, বর্তমান করোনা কালীন সময়ে দেশে লকডাউন থাকায় গ্রাম গঞ্জের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের ত্রাণ সহায়তার পাশাপাশি এলাকার যারা বিত্তবান জনপ্রতিনিধি রয়েছে তারা যেন অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় প্রতিবার ঈদ সামনে রেখে আমার নিজ উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার আলী, আওয়ামী লীগ নেতা জেলেহার, ছাত্রলীগ নেতা ফারুক মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।