মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, “ রাসুল (সঃ) আদর্শ ছাড়া আর কোন আদর্শ পৃথিবীতে নাই। রাসুল (সঃ) আদর্শ বাস্তবায়নে যুগে যুগে আউলিয়া কেরামগণ পৃথিবীতে এসেছেন। তিনি আরো বলেন, আমরা যারা বাংলাদেশ জামায়াতে ইসলামী করি আমরা কারো দুশমন নয়। আমরাও রাসুল (সঃ) এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়নে জন্য কাজ করে যাচ্ছি। আপনাদেরকে ছাড়া তা কখনো সম্ভব নয়।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের উদ্দ্যোগে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিকলবাহা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক এড. মোহাম্মদ গিয়াস উদ্দিন পারভেজ’র সভাপতিত্বে এবং আবদুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
প্রধান অতিথি বলেন, রাসুল (সঃ) আদর্শ হলো মানবজাতির জন্য চুঁড়ান্ত আদর্শ। যারা রাসুল (সঃ) আদর্শ ধারণ করে তারা কখনো কুরআনের বাইরে গিয়ে জীবনযাপন করতে পারেনা। তিনি আরো বলেন, চাঁদাবাজ-সন্ত্রাসীরা চায় না এদেশে কুরআনের শাসন কায়েম হোক। তাই আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) এর দ্বীন প্রতিষ্ঠায় সকল বিভেদ ভুলে আমাদেরকে ঐক্য গঠন করতে হবে।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী, ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ইলিয়াস মেম্বার, সাংস্কৃতিক সম্পাদক ডা. মুবিনুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, যুব বিভাগের সভাপতি এড. মোহাম্মদ হারুন, শিকলবাহা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ন-আহ্বায়ক আরিফ আহমদ চৌধুরী ও প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন কর্ণফুলী উপজেলা সাংস্কৃতিক ফোরামের সদস্য মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ ওসমান গণি।