স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিশিষ্ট সংগীত শিল্পী মো. শাফিন আহমেদকে জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ নিয়োগ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক দেশের শাফিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি নোয়াখালীর বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে দলটির কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দেন জিএম কাদের। এই নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম