নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৭টি কোম্পানির ২০ কোটি ৩০ লক্ষ ৯১ হাজার ৭৬২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৯৮ কোটি ৯১ লক্ষ ৪২ হাজার ৩২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৪.৩৪ পয়েন্ট বেড়ে ৬৭৫৩.৭৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৬১ পয়েন্ট বেড়ে ২৪৮৯.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.২৪ পয়েন্ট বেড়ে ১৪৫৩.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, বিএসসি, অরিয়ন ফার্মা, ফরচুন সুজ, সাইফ পাওয়ার, কেয়া কসমেটিকস, ইউনিয়ন ব্যাংক, ডিএসএসএল, বিএটিবিসি ও সোনালি পেপার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তাক্কাফুল ইন্সুঃ, সানলাইফ ইন্সুঃ, ফারইস্ট লাইফ, ঢাকা ইন্সুঃ, কেয়া কসমেটিকস, কে অ্যান্ড কিউ, বেক্সিমকো লিঃ, মোজাফ্ফর হোসেন স্পিনিং, বিডি থাই ফুড ও এডভেন্ট ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার কনজুমার কেয়ার, তাল্লু স্পিনিং, ক্রাউন সিমেন্ট, বেঙ্গল উইন্ডসোর, সোনারগাঁও টেক্সটাইল, সাইফ পাওয়ার, ইটিএল, তমিজউদ্দিন টেক্সটাইল, স্টাইলক্র্যাফট লিঃ ও আমান ফীড।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৪৩৭৮৬৪৪৪৭৪৫৩.০০।