হোক প্রতিবাদ সব খানে আজ
দুর্নীতিবাজ রুখতে,
সিন্ডিকেটের অভয়ারণ্য
রাষ্ট্র থেকে পুড়তে।
আম জনতা জিম্মি আজকে
সিন্ডিকেটের তরে,
মহিউদ্দিন রনিরা আজ
জাগো ঘরে ঘরে!
সব খানেতে সিন্ডিকেট আজ
খেলছে নোংরা খেলা,
বসছে যেন সোনার বাংলায়
সিন্ডিকেটের মেলা।
জাগতে হবে তোমার আমার
রুখতে ওদের থাবা,
মোদের নিয়ে আর কতকাল
খেলবে ওরা দাবা?
কূল পায়না গচ্ছিত ছামান
রেখে গুরে এলে, এ কোন সিন্ডিকেটের
মেলা আমি দেখি বারে বারে কমলাপুর
রেলওয়ে ইস্টিশনে?
কমলাপুরের প্রতিবাদ আজ
ছড়িয়ে পড়ুক দেশে,
দু্র্নীতিবাজ পালিয়ে যাবে
দেখবি অবশেষে।
পাখনা মেলে যতই বস
হরেক রকম বায়নায়
আজ বাঙালী বুঝতে পারে
সব এখানে সব হয় না।