মাহামুদুল পরশ: [২] রোববার যুক্তরাষ্ট্রের ওরলান্ডোর লুথেরান টাওয়ার হসপাইস ফেসিলিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।
[৩] ডাঃ জিল্লুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন এবং ১৯৫৭ সালে স্নাতকোত্তর অর্জন করেন। ১৯৬৪ সালে তিনি ক্যালিফোর্নিয়ার ক্লারমন্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যারয়ে এসে মাস্টার্সে পাস করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে আর্টস এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন।
[৪] নিজের কর্মজীবনে বেশ অনেকগুলো সম্মাননা পেয়েছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। এর মধ্যে অন্যতম হচ্ছে, উইলার্ড স্মিথ শিক্ষকতা সম্মাননা,রসিবুশ অধ্যাপকীয় সম্মাননা। একই সঙ্গে তিনি ২ বার আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। নিজের সম্পূর্ণ কর্মজীনে তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে বারংবার বাংলাদেশের নাম উজ্জল করেছেন।