[১] আগামী ১৮ জুলাই থেকে টরন্টোয় ৬ দিনের মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল

সালেহ্ বিপ্লব: [২] চলচ্চিত্র উৎসবে টরন্টোর মূলধারার প্রেক্ষাগৃহ (সিনেপ্লেক্স-এগলিনটন ও ফক্স থিয়েটার, কুইন স্ট্রিট ইষ্ট), টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম সেন্টার, এবং অনলাইনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
[৩] কানাডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের বিস্তারিত ঘোষণা করা হয়।
[৪] সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, টরেন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি এনায়েত করিম বাবুল।
[৫] উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি আমিনুল ইসলাম খোকন, সহ সাধারণ সম্পাদক ফয়েজ নূর ময়না, সাংগঠনিক সম্পাদক জগলুল আজিম রানা, ফিল্ম স্ক্রিনিং সম্পাদক রেজিনা রহমান, শহিদুল আলম টুকু, সোলায়মান তালুত, বিদ্যুৎ সরকার, অপু রোজারিও, গৌতম সরকার, শারমীন শরীফ, গোপা চৌধুরী, শিখা রউফ প্রমুখ।
[৬] কানাডায় বসবাসরত বাংলাদেশি নির্মাতা ও চলচ্চিত্রসেবীদের সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম ২০১৭ সাল থেকে চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। বাংলাদেশি চলচ্চিত্রসেবীদের এই আয়োজন ইতিমধ্যে সবার নজর কেড়েছে। কানাডার মূলধারার সংগঠন অন্টারিও আর্ট কাউন্সিল এবারের ফেস্টিভ্যালে অংশিদার হিসেবে অংশ নিচ্ছে।
[৭] সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠান হবে এগলিন্টন এভেনিউর সিনে কমপ্রেক্সে এবং ২৩ জুলাই সমাপনী উৎসব হবে কুইন্স এভিনিউ ইষ্ট এর ফক্স থিয়েটারে। অন্যান্য দিন ৩০০০ ডেনফোর্থে টরন্টো ফিল্ম ফোরামের মাল্টি কালচারাল স্ক্রিনিং সেন্টারে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
[৮] ফেস্টিভ্যাল সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখার জন্য নাম নিবন্ধন অথবা ফিল্ম ফোরামের অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
[৯] উৎসবে বেশিরভাগ চলচ্চিত্র থাকবে কানাডার অন্টারিও প্রভিন্সের চলচ্চিত্র নির্মাতাদের। নানা ভাষা, সংস্কৃতি, লিঙ্গ বৈচিত্র, নতুন অভিবাসী এবং আদিবাসী নির্মাতাদের চলচ্চিত্রকে বিশেষ প্রাধান্য দেয়া হবে।
[১০] প্রশ্নের জবাবে ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল জানান, ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য বিভিন্ন দেশের নির্মাতাদের কাছে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে ১০২টি দেশ থেকে ১২৯৮টি চলচ্চিত্র জমা পড়েছে। আগামী ৩ জুন পর্যন্ত চলচ্চিত্র জমা নেওয়া হবে। তিনি চলচ্চিত্র নির্মাতাদের [email protected] অথবা https://filmfreeway.com লিংকের মাধ্যমে চলচ্চিত্র জমা দেয়ার আহ্বান জানান। জমা পড়া ছবি থেকে বাছাই করে উৎসবে প্রদর্শন করা হবে।