শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Border 2 Box Office Day 8: Sunny Deol Film Crosses Rs 233 Cr Despite Weekday Dip | Bollywood News রাজশাহীর বাগমারায় গলাকাটা লাশ উদ্ধার Gujarat Giants end Mumbai Indians jinx with 11-run thriller to reach WPL Eliminator | Cricket News বিচারপ্রতি ড. রাধাবিনোদ পাল রংপুরে তারেক রহমান কৃষিঋণ মওকুফ, এনজিও ঋণ পরিশোধ ও তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা ভূঞাপুরে আলহাজ্ব মজিবর রহমান এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন কালিয়াকৈরে বেকারি কারখানায় অগ্নিকান্ড, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত; মৌলভীবাজার-১ আসনের মানুষ কালিয়াকৈর সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ দীর্ঘ প্রতীক্ষার পর মৌলভীবাজার-৩ জামায়াত মনোনীত প্রার্থী অবশেষে মাঠে নামাচ্ছেন

রাবির ‘এ’ ইউনিটে প্রথম হলেন অনন্ত-সিয়াম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ সময় দেখুন
রাবির ‘এ’ ইউনিটে প্রথম হলেন অনন্ত-সিয়াম


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় প্রকাশিত ফলাফলে প্রথম শিফটের পাসের হার ২৩.১৫ শতাংশ এবং দ্বিতীয় শিফটের পাসের হার ২৬.৩২ শতাংশ।

এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন অনন্ত মিয়াহ। তিনি পেয়েছেন ৮৯.৫০ নম্বর। তার রোল নম্বর ১২১২২৬৩৪। অনন্ত নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন মো. সিয়াম আলী। তিনি পেয়েছেন ৮৮ নম্বর। তার রোল নম্বর ১১২০৩২৫৮। সিয়াম রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।

এর আগে গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল ১.২৫ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়—অর্থাৎ চারটি ভুল উত্তরে ১ নম্বর কর্তন করা হয়। পরীক্ষার সময় ছিল এক ঘণ্টা এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয় ৪০।

উপস্থিতির হিসাবে প্রথম শিফটে নিবন্ধিত ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন পরীক্ষায় অংশ নেন, যা শতকরা ৯১.১৭ শতাংশ। দ্বিতীয় শিফটে নিবন্ধিত ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিলেন, যা শতকরা ৯০.১৬ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর