Last Updated:
Pritish Nandy Death: মহান কবি, চলচ্চিত্র প্রযোজক এবং লেখক প্রীতিশ নন্দী বুধবার, ৮ জানুয়ারি, এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
নয়াদিল্লি: বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দীর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া। তার মৃত্যুতে সাহিত্য, সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগৎ একটি উজ্জ্বল নক্ষত্রকে হারাল। অভিনেতা অনুপম খের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে প্রীতিশ নন্দীকে স্মরণ করেছেন এবং তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
বলিউডের তারকা অভিনেতা অনুপম খের টুইট করেছেন, “আমার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন প্রীতিশ নন্দীর প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত এবং স্তম্ভিত। তিনি ছিলেন অসাধারণ কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং সাহসী সম্পাদক/সাংবাদিক। আমার জীবনের প্রাথমিক দিনগুলোতে তিনি আমার জন্য বড় সমর্থন এবং শক্তির উৎস ছিলেন। আমরা অনেক কিছু একসঙ্গে ভাগ করে নিয়েছি।”
আরও পড়ুন: অলকা ৩৬ বছর স্বামীর থেকে আলাদা! গায়িকার প্রেমজীবন চরম গোপনে রাখা, শানু-উদিতের সঙ্গে কী সম্পর্ক?
এখানেই শেষ নয়। তিনি আরও লিখেছেন, “আমাদের মধ্যে অনেক কিছু মিল ছিল। উনি বড় স্বপ্ন দেখতেন এবং উদার হৃদয়ের মানুষ। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেখা কম হত, তবে একসময় আমরা প্রচুর সময় একসঙ্গে কাটিয়েছি। এক স্মরণীয় মুহূর্ত ছিল, যখন তিনি আমাকে সারপ্রাইজ দিয়ে ‘ফিল্মফেয়ার’ এবং বিশেষ করে ‘দ্য ইলাস্ট্রেটেড উইকলি’-এর প্রচ্ছদে জায়গা দিয়েছিলেন। আমি তাকে কখনও ভুলব না।”
প্রীতিশ নন্দী ছিলেন একাধারে কবি, লেখক, সাংবাদিক, চলচ্চিত্র প্রযোজক এবং সম্পাদক। ১৯৫১ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তার সাংবাদিকতার মাধ্যমে তিনি সমাজের বাস্তব চিত্র উন্মোচন করেছিলেন। তিনি ভারতের বিখ্যাত ম্যাগাজিন ‘দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া’-এর সম্পাদক ছিলেন। তার সাহসী এবং খোলামেলা চিন্তাভাবনার জন্য তিনি সুপরিচিত ছিলেন।
আরও পড়ুন: স্ত্রী বাপের বাড়িতে ছিলেন, তখন পরিচারিকাকে ধর্ষণ! যেতে হয় জেলে, সাইনি আহুজা এখন কোথায়?
সাহিত্য এবং সাংবাদিকতার পাশাপাশি প্রীতিশ নন্দী চলচ্চিত্র নির্মাণেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার প্রযোজনা সংস্থা প্রীতিশ নন্দী কমিউনিকেশনস ভারতে মাল্টিপ্লেক্স সিনেমার ধারার নেতৃত্ব দিয়েছিল। তার নির্মিত চলচ্চিত্রগুলো স্মরণীয় এবং বহু পুরস্কারে সম্মানিত।
তার প্রয়াণে দেশ এক অসাধারণ প্রতিভাকে হারিয়েছে। সাহিত্য, সাংবাদিকতা এবং চলচ্চিত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
Kolkata,West Bengal
January 08, 2025 11:59 PM IST
Pritish Nandy Death: বিরাট দুঃসংবাদ! অকালেই হারিয়ে গেলেন বলিউডের বিশিষ্ট শিল্পী, কবি ও চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী
Next Article
Irrfan Khan: ‘এটাই শেষ ইচ্ছে ছিল ইরফানের…!’ মৃত্যুর ৫ বছর পর ফাঁস করলেন স্ত্রী সুতপা, শুনলে অবাক হবেন