শনিবার , ৩ জুলাই ২০২১ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

Rupam Islam takes steps to help residents of Kalyani arc– News18 Bangla

প্রতিবেদক
bdnewstimes
জুলাই ৩, ২০২১ ১:১৪ অপরাহ্ণ


কলকাতা : গত কয়েক মাস ধরেই গায়ক সত্তার পাশাপাশি উজ্জ্বল রূপমের (Rupam Islam) জনসেবী ভাবমূর্তি ৷ ইয়াসতাণ্ডবের একমাস পরও সেই ভাবমূর্তিতে ভাটা পড়েনি ৷ রূপম ও তাঁর সহযোগীদের উদ্যোগে এ বার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল কল্যাণীবাসীদের দিকে ৷ অন্যান্য ব্যক্তিগত এবং স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি রবিবার কল্যাণীর বিভিন্ন অংশে ত্রাণসামগ্রী বিলি করবে টিম রূপম ইসলামও ৷ তার জন্য জোরকদমে চলছে প্রস্তুতি ৷ প্যাকেটবন্দি করা হচ্ছে সাহায্য ৷ নেটিজেনদের কাছেও সাহায্যের আর্জি রেখেছেন গায়ক ৷

ফেসবুকে ত্রাণপ্রস্তুতির ছবি শেয়ার করে রূপম জানিয়েছেন তাঁর নিজের এবং ফসিলস অনুরাগীদের কাছে ‘কল্যাণী’ শব্দটা একটা আবেগ ৷ শিল্পীর মতে, ফসিলস লাইভ এবং কল্যাণী মেলা হল কার্যত সমার্থক ৷ টানা ১৭ বছর এই মেলায় পারফর্ম করেছে ফসিলস ৷ রূপম মনে করেন, আজ তাঁদের জন্য সময় এসেছে কল্যাণীবাসীর পাশে দাঁড়ানোর ৷ তাই ইয়াস ও লকডাউনে ক্ষতিগ্রস্ত শহরবাসীর হাতে ত্রাণ তুলে দেওয়ার উদ্যোগে সামিল হয়েছেন রূপম ৷

তবে অনুষ্ঠান করেছেন বলে শুধু কল্যাণীকেই সাহায্য নয় ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে রূপম ত্রাণবণ্টনে উদ্যোগী হয়েছেন ৷ প্রায়-লকডাউনে বর্ধমানে  ক্ষতিগ্রস্তদের হাতে রেশনদ্রব্য তুলে দিয়েছেন টিম রূপম ইসলামে প্রতিনিধিরা ৷ তাঁদের উদ্যোগে দক্ষিণ কলকাতায় চলেছিল নিজস্ব অক্সিজেন পরিষেবা৷

অন্যদিকে, ইয়াস আছড়ে পড়ার আগেই রূপমের সহযোগীরা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুতিপর্বে অংশ নিয়েছেন ৷ ঝড় পরবর্তী সময়ে বিধ্বস্ত এলাকায় দুর্গতদের কাছে পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র ৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর টিম রূপম ইসলামের স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের শালুকখালি গ্রামে ৷ শতাধিক দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাবার ৷ লকডাউন পরিস্থিতিতে ডেলিভারিম্যানদের কথা ভেবে তাঁদের জন্যও খাবারের বন্দোবস্ত করেছে টিম রূপম ইসলাম ৷ মানবিকতার প্রশ্নে অনলাইন কনসার্ট করেছেন ‘ফসিলস’-এর প্রধান মুখ, রূপম ৷ ‘একক রূপম’ শীর্ষক ওই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হয় মানবকল্যাণে ৷

মানুষের পাশাপাশি এই পরিস্থিতিতে বিপন্ন পথকুকুররাও ৷ কৃষ্ণনগরে টিম রূপম ইসলামের প্রতিনিধিরা রোজ রাতে পথের সারমেয়দের জন্যও খাবারের বন্দোবস্ত করেছেন ৷



Source link

সর্বশেষ - বিনোদন