কলকাতা : গত কয়েক মাস ধরেই গায়ক সত্তার পাশাপাশি উজ্জ্বল রূপমের (Rupam Islam) জনসেবী ভাবমূর্তি ৷ ইয়াসতাণ্ডবের একমাস পরও সেই ভাবমূর্তিতে ভাটা পড়েনি ৷ রূপম ও তাঁর সহযোগীদের উদ্যোগে এ বার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল কল্যাণীবাসীদের দিকে ৷ অন্যান্য ব্যক্তিগত এবং স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি রবিবার কল্যাণীর বিভিন্ন অংশে ত্রাণসামগ্রী বিলি করবে টিম রূপম ইসলামও ৷ তার জন্য জোরকদমে চলছে প্রস্তুতি ৷ প্যাকেটবন্দি করা হচ্ছে সাহায্য ৷ নেটিজেনদের কাছেও সাহায্যের আর্জি রেখেছেন গায়ক ৷
ফেসবুকে ত্রাণপ্রস্তুতির ছবি শেয়ার করে রূপম জানিয়েছেন তাঁর নিজের এবং ফসিলস অনুরাগীদের কাছে ‘কল্যাণী’ শব্দটা একটা আবেগ ৷ শিল্পীর মতে, ফসিলস লাইভ এবং কল্যাণী মেলা হল কার্যত সমার্থক ৷ টানা ১৭ বছর এই মেলায় পারফর্ম করেছে ফসিলস ৷ রূপম মনে করেন, আজ তাঁদের জন্য সময় এসেছে কল্যাণীবাসীর পাশে দাঁড়ানোর ৷ তাই ইয়াস ও লকডাউনে ক্ষতিগ্রস্ত শহরবাসীর হাতে ত্রাণ তুলে দেওয়ার উদ্যোগে সামিল হয়েছেন রূপম ৷
তবে অনুষ্ঠান করেছেন বলে শুধু কল্যাণীকেই সাহায্য নয় ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে রূপম ত্রাণবণ্টনে উদ্যোগী হয়েছেন ৷ প্রায়-লকডাউনে বর্ধমানে ক্ষতিগ্রস্তদের হাতে রেশনদ্রব্য তুলে দিয়েছেন টিম রূপম ইসলামে প্রতিনিধিরা ৷ তাঁদের উদ্যোগে দক্ষিণ কলকাতায় চলেছিল নিজস্ব অক্সিজেন পরিষেবা৷
অন্যদিকে, ইয়াস আছড়ে পড়ার আগেই রূপমের সহযোগীরা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুতিপর্বে অংশ নিয়েছেন ৷ ঝড় পরবর্তী সময়ে বিধ্বস্ত এলাকায় দুর্গতদের কাছে পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র ৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর টিম রূপম ইসলামের স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের শালুকখালি গ্রামে ৷ শতাধিক দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাবার ৷ লকডাউন পরিস্থিতিতে ডেলিভারিম্যানদের কথা ভেবে তাঁদের জন্যও খাবারের বন্দোবস্ত করেছে টিম রূপম ইসলাম ৷ মানবিকতার প্রশ্নে অনলাইন কনসার্ট করেছেন ‘ফসিলস’-এর প্রধান মুখ, রূপম ৷ ‘একক রূপম’ শীর্ষক ওই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হয় মানবকল্যাণে ৷
মানুষের পাশাপাশি এই পরিস্থিতিতে বিপন্ন পথকুকুররাও ৷ কৃষ্ণনগরে টিম রূপম ইসলামের প্রতিনিধিরা রোজ রাতে পথের সারমেয়দের জন্যও খাবারের বন্দোবস্ত করেছেন ৷