#কলকাতা: জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোর অতি জনপ্রিয় চরিত্র গুনগুন(Gungun of Khorkuto) ওরফে তৃণা সাহা৷ খুবই মিষ্টি মেয়ে তৃণা৷ একেবারে ধারাবাহিকে যেমন সরল এবং ঠোঁটকাটা গুনগুন, বাস্তবেও তাঁকে তেমন ভাবেই চেনেন সকলে৷ মাস কয়েক আগেই হয়েছে বিয়ে৷ স্বামীও জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattachariya)৷ যিনি কৃষ্ণকলি (Krishnakoli serial) সিরিয়ালের নিখিলের চরিত্রে খুবই পরিচিত৷ বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে দারুণ আনন্দ করতে দেখা গেল তৃণা-নীলকে (TRINEEL)৷ আর তারপরই তৃণা (Trina Saha)শোনালেন দারুণ খুশির খবর (Trina Saha good news)! নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টটি দিয়ে উচ্ছ্বসিত তৃণা একেবারে নেচে উঠলেন!
নীল-তৃণার (Trina Saha-Neel Bhattachariya) প্রেম বহু বছর ধরে৷ তাঁরা ছোটবেলায় বন্ধু ছিলেন৷ সেখান থেকে বেস্ট ফ্রেন্ড৷ তারপর প্রেম৷ মাঝে প্রেমে কিছু সমস্যাও আসে৷ তবে শেষ পর্যন্ত চার হাত এক হয়েছে৷ এখন তাঁরা জনপ্রিয় তারকা দম্পতি৷ অন্যদিকে তৃণার সিরিয়াল খড়কুটোতেও তাঁকে দেখা যাচ্ছে কৌশিক অর্থাৎ সৌজন্যের স্ত্রী হিসেবে৷ সৌজন্য-গুনগুন, দু’জনেই খুব ভালবাসে৷ কিন্তু কেউ প্রকাশ করতে চায় না৷ গুনগুন তার স্বামীকে ক্রেজি বলে ডাকে৷ কারণ গুনগুনের (Gungun-Soujan) কাছে তার স্বামীর হাবভাব একটু অদ্ভূত ঠেকে৷ অন্যদিকে গুনগুনের ছেলেমানুষ স্বভাব নিয়ে প্রথমে বিরক্ত হলেও, সেটাকেই ভালবেসে ফেলেছে সৌজন৷ কিন্তু বিশেষ কিছু কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে৷ গুনগুন বাপের বাড়ি ছিল বেশ কিছুদিন৷ সেখান থেকে তাকে ফিরিয়ে সৌজন্য৷ এবার সৌজন্যের দিল্লি যাওয়া আটকাতে কী করে গুনগুন? সত্যিই কি দিল্লি যাওয়া হবে না সৌজন্যের? এবং শেষ পর্যন্ত কী একে অপরের প্রতি ভালবাসা স্বীকার করে নেবে সৌজন্য-গুনগুন? তার অপেক্ষায় দর্শক৷
দারুণ মজাদার পারিবারিক ধারাবাহিক খড়কুটো, ভীষণ পছন্দ দর্শকদের৷ ফলে লকডাউনে বাড়ি থেকে শ্যুটিং করেও নতুন এপিসোড দর্শকদের সামনে এনেছেন প্রযোজকরা৷ উপভোগ করেছে দর্শক৷ এভাবেই দেখতে দেখতে ৩০০ পর্ব পার করেছে ধারাবাহিক খড়কুটো৷ তাই তো কলাকুশলীরা খুব খুশী৷ খড়কুটোর ৩০০ পর্ব
ভক্তদের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নিলেন গুনগুন ওরফে তৃষা৷ তিনি জানালেন সকলের ভালবাসা ছাড়া এতটা পথ চলা সফল হত না৷ তৃণার খুশিতে তাঁর ভক্তরাও খুশি৷ এভাবেই এগিয়ে চলুক ধারাবাহিক, বলছেন সকলে৷